এ যেন এক আক্ষেপ জাগানিয়া জয়। আক্ষেপের কারণটা পাঠকের অজানা নয়। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে বাগে পেয়েও হারাতে পারেনি বাংলাদেশের মেয়েরা। আজ বৃহ্স্পতিবার আগের চেয়েও বড় লক্ষ্য তাড়া কারে জিতে গেছে নিগার সুলতানার দল।
দ্বিতীয় ম্যাচটি জিততে পারলে সিরিজ থাকতে বাংলাদেশের। তবু ৪ উইকেটের এই জয় বাংলাদেশের নারী ক্রিকেটে নতুন প্রাণের সঞ্চার করল। ভারতের দেওয়া ১০৩ রানের টার্গেটে ১০ বল হাতে রেখেই পৌঁছে যায় বাংলাদেশের মেয়েরা।