স্টাফরিপোর্টার,নীলফামারী॥ রাজশাহীর গোদাগাড়ী থেকে নীলফামারীতে হেরোইন বিক্রি করতে এসে র্যাবের হাতে আটক হয়েছে এক নারী সহ দুই মাদক ব্যবসায়ী। বৃহস্পতিবার(১০ আগষ্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) ফাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ। তিনি জানান, আটককৃতরা হলো রাজশাহীর কাশিয়াডাঙ্গা ও গোদাগাড়ী এলাকার আল মাহমুদের স্ত্রী রুকসানা খাতুন(২০) ও আব্দুল মজিদের ছেলে ফরিদ উদ্দিন (২৮)।
সুত্র মতে, তারা জেলা সদরের দারোয়ানীর পিলার বাজার এলাকায় ২৫০ গ্রাম হেরোইন বিক্রির জন্য নিয়ে আসে। গোপন সংবাদে অভিযান চালিয়ে র্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ এর সদস্যরা তাদের আটক করে। পাশাপাশি নীলফামারী সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে হস্তান্তর করা হয়।