স্টাফরিপোর্টার,নীলফামারী॥ সারা দেশে দলীয় কর্মসুচির অংশ হিসাবে নীলফামারীতে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি ও তার সকল সহযোগী সংগঠন। বুধবার(৩০ আগষ্ট) বিকালে জেলা বিএনপির কার্যালয় থেকে মৌন মিছিলটি বের হয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদণি করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে সংপ্তি সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, সাধারণ স¤পাদক জহুরুল আলম, পৌর বিএনপির মাজবুবুর রহমান মাহবুব প্রমুখ। বক্তারা বলেন, 'অবৈধ এই সরকার দেশে গুম খুনের রাজত্ব কায়েম করে গেলেও কোন বিচার হচ্ছে না। গুম খুম নির্যাতন করে সরকার টিকে থাকতে পারবে না। অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে হবে।'এসময় জেলা বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।