রংপুর: রংপুরের কাউনিয়া উপজেলায় ব্যাটারি চালিত অটো রিকশার ধাক্কায় রিহান নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে বালাপাড়া ইউনিয়নে এই ঘটনা ঘটে।
নিহত শিশু উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজদর্পা গ্রামের মো. রবিউল ইসলামের পুত্র রিহান (৬)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে টেপামধুপুর ইউনিয়নের লাল মসজিদ সংলগ্ন এলাকায় কাউনিয়া-ভায়ার হাট সড়কে পারাপারের সময় অজ্ঞাত একটি ব্যাটারী চালিত অটো ধাক্কা দিলে ঘটনা স্থলেই মারা যায় রিহান।
কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।