আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

রংপুরে মরিচ ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার 

রবিবার, ২৩ জুন ২০২৪, দুপুর ১২:০১

Advertisement Advertisement

হাসান আল সাকিব: রংপুর সদরের পালিচড়ায়  মরিচ ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত  লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (২৩ জুন) সকালে উপজেলার কাটাবাড়ি জমিদারপাড়া বিল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের মাথা থেকে  মুখ পর্যন্ত পুড়িয়ে দেয়ায় এখন পর্যন্ত শনাক্ত করতে পারে নি পুলিশ। 

স্থানীয় ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, সকালে স্থানীয় এক মওলানা মরিচ ক্ষেতে এসে লাশটি দেখতে পায়।পরে পুলিশকে খবর দেয়া হয়। তিনি আরও বলেন,লাশের মুখ মন্ডল আগুন অথবা এসিড দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রংপুর সদর কোতোয়ালি থানা পুলিশের অফিসার ইনচার্জ বজলুর রশিদ বলেন, ঘটনা স্থলে পুলিশের পাশাপাশি সিআইডি ও পিআইবি কাজ করছে।

মন্তব্য করুন


Link copied