স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারী আওয়ামী লীগের প্রবীন ১১জন নেতৃবৃন্দকে সম্মাননা প্রদান করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫বছর প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে সোমবার(২৪ জুন) বিকেল ৭টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা আওয়ামী লীগ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী-২ সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান।
সম্মাননা পাওয়া ব্যাক্তিরা হলেন, মো. এমদাদুল কবির চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ফজল, বীর মুক্তিযোদ্ধা আবু হাসান মোহাম্মদ ইলিয়াস, মমিন উদ্দিন আহমেদ, হাসিনা আহমেদ, শওকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাহ আব্দুল হান্নান, আব্দুল হান্নান শাহ, মোহাম্মদ আলী, শামিমা রহমান ও তাসকিনা রহমান। সম্মাননা প্রাপ্তদের ক্রেস্ট, উত্তরীয়, তাদের সংক্ষিপ্ত জীবনী নিয়ে করা পুস্তিকা ও ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ বাঙ্গালী জাতির রাজনৈতিক মুক্তি এনে দিয়েছেন। আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজ অর্থনৈতিক মুক্তির লড়াই চলছে। বাংলাদেশ আওয়ামী লীগই এই মহান মুক্তির সংগ্রামে বাংলাদেশকে বিশ^ দরবারে সুপ্রতিষ্ঠিত করবে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. মমতাজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওয়াদুদ রহমান প্রমুখ।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান বলেন, আওয়ামী লীগের ৭৫ বছর প্লাটিনাম জয়ন্তী পালন উপলক্ষে এসব কর্মসুচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে জেলা সদরের বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী অংশগ্রহন করেন।