রংপুর: রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ সীমানার বিশমাইল নামকস্থানে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন।
আজ শনিবার (২৭শে জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।
বড়দরগাহ হাইওয়ে ফাঁড়ি থানা পুলিশের ইনচার্জ সোলায়মান শেখ জানান, মহাসড়কের বিশমাইল নামকস্থানে ঢাকাগামী যাত্রীবাহী ঢাকা মেট্রো-ব-১১-৮২০০ নম্বরের অপো-ক্লাসিক পরিবহনের সঙ্গে রংপুরগামী ঢাকা মেট্রো-ট-২২-২৬২৭ নম্বরের ফাঁকা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাসটি মহাসড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। বাসে থাকা লালমনিহাট জেলার হাতিবান্দার কমলসিন্দুরার বাসিন্দা ফারুক(৩৬) ও তার শিশুপুত্র আড়াই বছরের ইশরাত ঘটনাস্থলে নিহত হয়।
এ ঘটনায় ট্রাক ও বাস দু’টি আটক করা হয়েছে। নিহতের স্বজনরা সিদ্ধান্ত দিলে মরদেহ মর্গে প্রেরণ করা হবে। মামলার প্রস্তুতি চলছে।