আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সভাপতি গ্রেফতার

শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫, বিকাল ০৭:০৪

Advertisement Advertisement

কুড়িগ্রাম প্রতিনিধি: কু‌ড়িগ্রা‌মের রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুনুর মো. আখতারুজ্জামান (৭২)কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ। শুক্রবার (০৩ জানুয়া‌রি) দুপু‌রে উপ‌জেলার সদর ইউনিয়নের ফুলবাড়ী ওপেনচৌকি গ্রাম থে‌কে তা‌কে গ্রেপ্তার করা হয়। তি‌নি ওই গ্রা‌মের মৃত শাহের উদ্দিনের ছে‌লে। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছে‌ন রাজারাহাট থানার ও‌সি মো. রেজাউল ক‌রিম রেজা।

ও‌সি জানান, আওয়ামী লীগ নেতা আবুনুর মো. আখতারুজ্জামান রাজারহা‌ট বাজা‌রে হান্নান হোসেনের  কােপড়ের দোকান ভাঙচুর, লুটপাট ও অ‌গ্নিসং‌যো‌গের মামলায় এবং স্পেশাল মামলায় তা‌কে গ্রপ্তার করা হ‌য়েছে। ওই মামলায় তি‌নি এজাহারভুক্ত আসা‌মি। আদাল‌তে মাধ‌্যমে তা‌কে জেলহাজ‌তে পাঠা‌নো হ‌বে ব‌লেও জানান তি‌নি।

স্থানীয়রা জানান, ২০০৮ সা‌লে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থে‌কে ‌তি‌নি ত্রা‌সের রাজত্ব কা‌য়েম ক‌রেন। সে সময় তি‌নি রাজারহাট উপ‌জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদ‌কের দা‌য়িত্ব পালন ক‌র‌ছি‌লেন। ‌তার হামলা-মামলাসহ নানা অত‌্যাচা‌রের শিকার হ‌য়ে‌ছেন বি‌রোধী দ‌লের নেতাকর্মীসহ সাধারণ মানুষজন। বাদ যায়‌নি সাংবা‌দিকরাও।
নির্যাতিত সাংবাদিক  প্রহলাদ মন্ডল সৈকত জানান, অপক‌র্মের সংবাদ প্রকাশ করায় ২০১১ সালের ১৩ এপ্রিল হত‌্যার উদ্দেশে অমান‌ষিক নির্যাতন চালান আওয়ামী লীগ নেতা আবুনুর মো. আখতারুজ্জামান ও তার লোকজন । শুধু তাই নয় ২০১৩ সালের ৫ মার্চ অস্ত্র সস্ত্রে সজ্জিত  আওয়ামীলীগের  মি‌ছি‌লের ছ‌বি তুল‌তে গে‌লে মি‌ছিল থে‌কে আওয়ামী লীগ নেতা আবুনুর মো. আখতারুজ্জামানের নেতৃ‌ত্বে হত্যার উদ্দেশ্যে আমা‌কে ছ‌ুরি দিয়ে ঢিল ছো‌ড়া হয়। কুড়িগ্রাম জেলা থেকে সাংবা‌দিকরা এসে প্রতিবাদ করলে সেখা‌নে প্রতিবাদকারী কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক মমিনুল ইসলাম মঞ্জুকে আবুনুর মোঃ আক্তারুজ্জামানের নির্দেশে তার কর্মীরা তার গলায় ছু‌রি ধ‌রে। তাতেও ক্ষান্ত হয়নি আবুনুর মোঃ আক্তারুজ্জামান।  ২০১৬ সা‌লের ডি‌সেম্বর মা‌সে সাংবাদিক প্রহলাদ মন্ডল সৈকতেকে অ‌ফি‌সের সাম‌নে তাকে মারধর ক‌রে বাম পা ভে‌ঙে দেয়। তি‌নি এতটাই অ‌প্রতি‌রোধ‌্য ছি‌লেন যে তার বিরু‌দ্ধে কথা বলার সাহস কা‌রো ছিল না।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, তার বিরুদ্ধে দোকান ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগের মামলা রয়েছে।   এছাড়া স্পেশাল আইনেও তার তাকে গ্রেফতার করা হয়েছে। 

মন্তব্য করুন


Link copied