আর্কাইভ  শনিবার ● ৩ মে ২০২৫ ● ২০ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ৩ মে ২০২৫

কৃত্রিম ফুলে চুলের সাজ

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১০:৫২

Advertisement

রকমারি : 

  • চুলের সাজে জনপ্রিয় অলংকার তাজা ফুল। তাজা ফুল ছাড়াও নানা রকমের অনুষ্ঠানে চুলের অনুষঙ্গে ব্যবহার করা যায় কৃত্রিম ফুল। তাজা ফুল কেনার মতো ঝামেলায় যেতে না চাইলে সেগুলো চুলে গুঁজে বেরিয়ে পড়া যায় নানা উত্সব আয়োজনে। চুল সাজানোর কৃত্রিম ফুল নিয়ে লিখেছেন তাসনিয়া লস্কর

    ‘মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোঁপায় তারার ফুল’—জনপ্রিয় এই গানে প্রিয়ার চুলে তারার ফুল দিতে চেয়েছেন কাজী নজরুল ইসলাম। বাস্তবে তো আর তারার ফুলের মালা গাঁথা সম্ভব নয়। বাস্তবের প্রিয়ারা অবশ্য সন্তুষ্ট থাকেন বিভিন্ন ফুলের মালাতেই। বিয়ে, গায়েহলুদ, পহেলা বৈশাখ, ভালোবাসা দিবস, পহেলা ফাল্গুনের মতো নানা অনুষ্ঠানে চুলে ফুলের সাজ যেকোনো নারীকে দেয় অনন্য মাত্রা।

    তা সে ফুল হোক তাজা কিংবা কৃত্রিম। আজকাল প্রায় তাজা ফুলের মতো দেখতে চুল সাজানোর নানা রকম কৃত্রিম ফুল পাওয়া যায়।

    কাগজের ফুল

    কাগজের ফুল দেখতে একদম তাজা ফুলের মতো। দেখলে মনে হবে এক্ষুনি সুবাস ছড়াবে।

    কাগজের গাজরা, ডালিয়া, বাগানবিলাস, বেলি বেশ জনপ্রিয় খোঁপায় দেওয়ার জন্য।  এ ছাড়া বিভিন্ন রঙের ছোট ছোট গোলাপ কিনতে পাওয়া যায়। কাগজ দিয়ে ফুল, পাতা বানিয়ে মালার মতো করে নিজেও গেঁথে নেওয়া যায়। এতে যেমন নিজের সৃজনশীলতার প্রকাশ ঘটে, তেমনি সাজেও যোগ হয় নান্দনিকতা।

    প্লাস্টিকের ফুল

    বিশেষ ধরনের হালকা প্লাস্টিকের ফুল কিনতে পাওয়া যায়, দেখতে একদম নিখুঁত। এসব ফুল তুলনামূলকভাবে বেশি টেকসই। প্লাস্টিকের ফুলের মধ্যে অর্কিড, জারবেরা বেশি জনপ্রিয়। এ ছাড়া নানা রকম বিদেশি ফুলও পাওয়া যায় কেশবিন্যাসের জন্য।

    কাপড়ের ফুল

    কৃত্রিম ফুলের মধ্যে কাপড়ের ফুল সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সবচেয়ে বেশি সহজলভ্য।

    কাগজের ফুলের মধ্যে সব ধরনের ফুল কিনতে পাওয়া যায়। গোলাপ, বেলি, শিউলি, পদ্ম, জিনিয়া, সূর্যমুখী, গাদা সব ধরনের ফুলের সমাহার মেলে কাপড়ের ফুলে। কাপড়ের ফুলের সঙ্গে মুক্তা ব্যবহার, পুঁতি, জরির ব্যবহারে কেশসজ্জায় আনে বাহার।

     

    লেইস, কুসিকাঁটার ফুল

    কুসিকাঁটায় বা লেইস ব্যবহার করে বানানো ফুল এখন ট্রেন্ডে আছে। হরহামেশাই শোভা পাচ্ছে কেশবতী নারীদের কেশে। কেউ চাইলে এসব নিজেরাও বানিয়ে নিতে পারেন। যাঁরা নিজেরা বানাতে পারেন না তাঁরা ভিন্ন ভিন্ন রং নকশায় ও বিভিন্ন উপাদানে তৈরি ফুল বা ফুলের মালা কিনে নিতে পারেন। চাইলে অর্ডার দিয়ে নিজের পছন্দে বানিয়েও নিতে পারেন। এতে সাজেও যোগ হবে পুরনো ঐতিহ্য।

     

    কোথায় পাবেন এবং দরদাম

    ঢাকায় ধানমণ্ডি হকার্স মার্কেটের পেছনের দিকে এসব কৃত্রিম ফুলের প্রচুর দোকান রয়েছে। এখান থেকে বিয়ে, গায়েহলুদ থেকে শুরু করে যেকোনো অনুষ্ঠানের জন্য বানিয়ে নেওয়া যায় চুলে পরার ফুল। কাছাকাছি যেকোনো মার্কেটেই কৃত্রিম ফুল কিনতে পাওয়া যায়। আড়ংসহ দেশীয় ফ্যাশন হাউস এবং ফেসবুক, ইনস্টাগ্রাম, বিভিন্ন ওয়েবসাইটে হাতে বানানো কুসিকাঁটার ফুল কিনতে পাওয়া যায়। ফুলের দাম নির্ভর করে এর কোয়ালিটির ওপর। ৫০ থেকে ১০০০-২০০০ টাকায় এসব কৃত্রিম ফুল কিনতে পাওয়া যায়

মন্তব্য করুন


Link copied