‘মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোঁপায় তারার ফুল’—জনপ্রিয় এই গানে প্রিয়ার চুলে তারার ফুল দিতে চেয়েছেন কাজী নজরুল ইসলাম। বাস্তবে তো আর তারার ফুলের মালা গাঁথা সম্ভব নয়। বাস্তবের প্রিয়ারা অবশ্য সন্তুষ্ট থাকেন বিভিন্ন ফুলের মালাতেই। বিয়ে, গায়েহলুদ, পহেলা বৈশাখ, ভালোবাসা দিবস, পহেলা ফাল্গুনের মতো নানা অনুষ্ঠানে চুলে ফুলের সাজ যেকোনো নারীকে দেয় অনন্য মাত্রা।