লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে ভুট্টাক্ষেত থেকে এক নারীর মাথাবিহীন মরদেহ উদ্ধারের আলোচিত ঘটনায় অবশেষে ওই নারীর স্বামী আশরাফুল ইসলাম ধরা পড়েছে। ঘটনার পাঁচদিনের মাথায় আজ রোববার (৯ মার্চ) সে পুলিশের জালে ধরা পড়ে।
জানা গেছে, পুলিশের পাতানো ফাঁদ অনুযায়ী আশরাফুল আজ রোববার (৯ মার্চ) বিকেলে আদালতে আত্মসমর্পণ করতে এলে প্রথমে তাকে ডিবি পুলিশ ধরে ফেলে।
এরপর তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয় এবং সেখান থেকে পরে আশরাফুলকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ তথ্য নিশ্চিত করে সদর থানার ওসি নুরনবী বলেন, আশরাফুলকে আগামীকাল সোমবার আদালতে সোপর্দ করে রিমান্ড চাওয়া হবে।
এদিকে এর দু‘দিন আগে দ্বিখন্ডিত মাথা উদ্ধার করেছে পুলিশ। জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নামাটারী কুটিবাড়ী এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তের নো-ম্যান্স ল্যান্ড থেকে ওই দ্বিখন্ডিত মাথাটি উদ্ধার করা হয়।