আর্কাইভ  শুক্রবার ● ২ মে ২০২৫ ● ১৯ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ২ মে ২০২৫

রংপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বুধবার, ৯ এপ্রিল ২০২৫, রাত ০৮:০৯

Advertisement

নিজস্ব প্রতিনিধি: রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলার বলদীপুকুরে ট্রাকচাপায় আব্দুল আউয়াল (২৭) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার বলদীপুকুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল আউয়াল বলদীপুকুরে পায়রাবন্দ ইউনিয়নের মনিনপুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, ঢাকা-রংপুর মহাসড়কের বলদীপুকুর বাসস্ট্যান্ডের পশ্চিম পাশ থেকে একটি মোটরসাইকেলে ব্রিজের নিচ দিয়ে পূর্ব দিকে পার হচ্ছিলেন আউয়াল।

এ সময় উত্তর দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, ‘দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়েছেন। চালককে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশকে বলা হয়েছে ট্রাকচালককে আটক করার জন্য।’

ওসি আরো বলেন, ‘মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।’

মন্তব্য করুন


Link copied