আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

♦ যোগাযোগ রাখছেন কেন্দ্রেও
♦ নির্বাচনে আগ্রহীরা ঘুরছেন এলাকায়
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

কুমিল্লায় সড়ক দুর্ঘটনা
মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

চীন সরকারের উপহার ১০০০ শয্যার হাসপাতাল নিয়ে উত্তরের জেলায় উত্তেজনা!

বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, দুপুর ১০:০১

Advertisement Advertisement

নিউজ ডেস্ক: বর্তমানে অনেক বাংলাদেশী ভারতের চিকিৎসা সেবা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এমন প্রেক্ষাপটে চীন সরকার বাংলাদেশে তিনটি আধুনিক হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে এই হাসপাতালগুলো চীনের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া হচ্ছে। এর মধ্যে একটি হবে ১০০০ শয্যার আধুনিক হাসপাতাল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন। 

হাসপাতাল নির্মাণের জন্য তিস্তা প্রকল্পের নিকটবর্তী এলাকা বেছে নেওয়া হয়েছে। সম্ভাব্য স্থান হিসেবে নীলফামারী, রংপুর ও দিনাজপুরের মধ্যবর্তী অঞ্চল বিবেচনা করা হচ্ছে। ইতিমধ্যে হাসপাতাল নির্মাণের জন্য তিস্তা প্রকল্প সংলগ্ন এলাকায় কমপক্ষে ১২ একর জমি খোঁজার কাজ শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এই ঘোষণার পর থেকেই বিভিন্ন এলাকার বাসিন্দারা তাদের অঞ্চলে হাসপাতাল স্থাপনের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন। 

নীলফামারীর ডিমলা উপজেলার বাসিন্দারা ইতিমধ্যেই মানববন্ধন করে তাদের দাবি জানিয়েছেন। তাদের যুক্তি হলো, ডিমলা নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এখানে হাসপাতাল নির্মিত হলে তিন জেলার বিপুল সংখ্যক মানুষ উন্নত চিকিৎসা সেবা পাবে। 

এদিকে ১ হাজার শয্যা বিশিষ্ট চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল ঠাকুরগাঁওয়ে প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছেন সর্বস্তরের ছাত্র-জনতা। 

এছাড়া নিজ নিজ জেলায় হাসপাতাল নির্মাণের দাবিতে সোচ্চার রংপুর বিভাগের ৮ জেলার মানুষ।

এই উদ্যোগের পেছনে রয়েছে বাংলাদেশের মানুষের চিকিৎসা সেবার মান উন্নয়ন এবং বিদেশে চিকিৎসার ওপর নির্ভরশীলতা কমানোর লক্ষ্য। বিশেষজ্ঞরা মনে করছেন, চীনের এই সহায়তা বাংলাদেশের স্বাস্থ্য খাতের জন্য একটি বড় অর্জন।

উত্তরবঙ্গে আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত হলে স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিকভাবেও লাভবান হবে দেশ। বর্তমানে প্রকল্প বাস্তবায়নের জন্য প্রাথমিক কাজ চলছে এবং দ্রুত নির্মাণ কাজ শুরু হবে বলে আশা করা যাচ্ছে।

মন্তব্য করুন


Link copied