আর্কাইভ  শনিবার ● ২৩ আগস্ট ২০২৫ ● ৮ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২৩ আগস্ট ২০২৫
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

♦ যোগাযোগ রাখছেন কেন্দ্রেও
♦ নির্বাচনে আগ্রহীরা ঘুরছেন এলাকায়
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

কুমিল্লায় সড়ক দুর্ঘটনা
মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

জুলাই অভুত্থানে তান্ডবের ঘটনায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মামলা দায়ের

বুধবার, ৭ মে ২০২৫, রাত ১২:০০

Advertisement Advertisement

মমিনুল ইসলাম রিপন: জুলাই আগষ্টের অভুত্থানে আন্দোলনে অংশ নেয়া ছাত্র জনতার উপর হামলা ভাংচুর ও তান্ডবের ঘটনার দীর্ঘ ৮ মাস পর শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে অবশেষে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বেরোবি সভাপতি পমেল বড়ুয়া সম্পাদক শামীম দুই শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী সহ ৭১ জনের নাম উল্লেখ করে মেট্রোপলিটান তাজহাট থানায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার দুপুরে মামলাটি দায়ের করেছেন বেরোবির রেজিষ্টার হারুন অর রশীদ। বিষয়টি নিশ্চিত করেছেন তাজহাট থানার ওসি শাহ আলম সরদার। যার মামলা নম্বর ৬ তারিখ৭.০৫.২৫ইং।ধারাদন্ডবিধিআইনের ১৪৩/১৪৭/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/১৩৪/৩৪ দন্ড বিধি। শিক্ষার্থীদের দায়িদের বিরুদ্ধে মামলা দায়ের করার দাবির পরিপ্রেক্ষিতে উপাচার্য অধ্যাপক ড, শওকত আলী ৭ দিনের মধ্যে মামলা দায়ের করার ঘোষনা দিয়েছিলেন।

মামলায় প্রধান আসামী করা হয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বেরোবির সভাপতি পোমেল বড়ুয়া, সাধারন সম্পাদক মাহফুজার রহমান শামীমকে।এ ছাড়াও শতাধিক অজ্ঞাত নামা ব্যাক্তির নামও উল্লেখ করা হয়েছে মামলায়। মামলার অন্যান্য আসামীরা হলেন বেরোবি ছাত্র লীগের যুগ্ন সম্পাদক মাসুদুল হাসান, দপ্তর সম্পাদক বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ধনজ্ঞয় কুমার ওরফে টগর , সহ সভাপতি বিধান বর্ম্মন, সহ সভাপতি ফজলে রাব্বি, ছাত্রলীগ নেতা তানভীর আহাম্মেদ তানভীর, মমিনুল হক, আখতার হোসেন, শাহিন ইসলাম, সাব্বির ওরফে রিয়ান, শাখাওয়াত হোসেন, মৃতুজ্ঞয় রায়, মোশারাফ হোসেন, আব্দুল্লা আল নোমান, রিফাত হোসেন, ফরহাদ হোসেন, আবির শাহারিয়ার অনিক, আরিফুজ্জামান ইমন, গাজিউর রহমান, ইমরান চৌধুরী, সিজান আহাম্মেদ, আরাফাত রহমান, সইবুল হোসেন, আব্দুল্লা আল রায়হান সহ অন্যান্যরা। এ ছাড়াও বেরোবির গনিত বিভাগের শিক্ষক মশিউর রহমান, লোক প্রশাসন বিভাগের আসাদ মন্ডল, সহকারী রেজিষ্টার হাফিজার রহমান তুফান, আমির হোসেন কর্মচারী, মনিরুজ্জামান পলাশ সেকশন অফিসার , তাওহিদুল ইসলাম উপ রেজিষ্টার , রফিকুল হাসান রাসেল সহকারী রেজিষ্টার , নুর নবী মাষ্টার রোলের কর্মচারী সহ ৭১জন।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশে অনিশ্চুক এ প্রতিনিধিকে জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনে রংপুরে গুরত্বপুর্ন ভুমিকা পালন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আন্দোলনে প্রথম শহীদ হন বেরোবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। তিনি ১৬ জুলাই আন্দোলনে সম্মুখ সারির যোদ্ধা হওয়ায় পুরিশ তাকে গুলি করে হত্যা করে। শহীদ আবু সাইদের দুই হাত প্রসারিত করে গুলির সামনে বুক পেতে দিয়ে শহীদ হওয়ার ঘটনার ভিডিও দেশে বিদেশে ভাইরাল হলে দেশে বিশ্বে তুমুল আলোড়ন সৃষ্টি হয়। তার শহীদানের মাধ্যম ৫ আগষ্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায়। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড, শওকত আলী জানান ৫ আগষ্টের পর দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পর বেরোবিতে আন্দোলন দমন ও তান্ডব চালানোর ঘটনায় জড়িদের সনাক্ত করতে তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কালে ওই সময়ের ভিডিও ছবি সহ আনুষাঙ্গিক প্রমানাদি পর্যালোচনা করে ৭১ জন শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীকে চিহ্নিত করে নিশ্চিত হয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করে। সব কিছু পর্যালোচনা করে ৭১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা শতাধিক ব্যাক্তির নামে বুধবার মামলা দায়ের করা হয়। তিনি বলেন আইন তার নিজস্ব গতিতে চলবে শিক্ষক শিক্ষার্তী সকলের দাবি দায়িদের শাস্তির। তিনি বলেন শতভাগ নিশ্চিত হওয়ার পরেই এই মামলা দায়ের করা হয়েছে। 

মন্তব্য করুন


Link copied