আর্কাইভ  শনিবার ● ১০ মে ২০২৫ ● ২৭ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ১০ মে ২০২৫
আক্রমণের জন্য সেনা মোতায়েন করছে পাকিস্তান, দাবি ভারতের

আক্রমণের জন্য সেনা মোতায়েন করছে পাকিস্তান, দাবি ভারতের

বল এখন ভারতের কোর্টে: পাকিস্তান

যুদ্ধের দামামা
বল এখন ভারতের কোর্টে: পাকিস্তান

৪০০টি ড্রোন দিয়ে ৩৬টি স্থানে হামলা চালিয়েছে পাকিস্তান: ভারত

৪০০টি ড্রোন দিয়ে ৩৬টি স্থানে হামলা চালিয়েছে পাকিস্তান: ভারত

পাক সেনাপ্রধানকে শান্তিপূর্ণ সমাধানে সহায়তার প্রস্তাব মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

ভারত-পাকিস্তান উত্তেজনা
পাক সেনাপ্রধানকে শান্তিপূর্ণ সমাধানে সহায়তার প্রস্তাব মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

জয়কে নিয়ে অপু বিশ্বাসের আবেগঘন মুহূর্ত

শনিবার, ১০ মে ২০২৫, দুপুর ০৪:০১

Advertisement

নিউজ ডেস্ক:  ঢালিউড নায়িকা অপু বিশ্বাসকে বর্তমানে সিনেমায় দেখা যায় না বললেই চলে। তবে মডেলিং বা ফটোসেশনে হরহামেশাই দেখা মেলে তার। সময়ে বিভিন্ন কোম্পানির ‘ব্র্যান্ডিং’ নিয়ে বেশ ভালোই ব্যস্ততায় কাটছে আলোচিত এ নায়িকার দিনকাল। এর বাইরে ছুটিতে যখন অবকাশ যাপন করেন তখন তার সঙ্গে থাকে একমাত্র ছেলে আব্রাম খান জয়।

মাস কয়েক আগেই ছেলে জয়কে নিয়ে গিয়েছিলেন সিঙ্গাপুরে, ঘুরে আসেন মারলায়ন পার্ক থেকে। সেখানে সিংহের মূর্তির পাশে দাঁড়িয়ে মা ছেলের ছবি দেখে আপ্লুত হন তাদের ভক্তরা।

শনিবার (১০ মে) সকালে স্যোশাল মিডিয়ায় ছেলের সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অপু বিশ্বাস। এতে দেখা যায়, অপু বিশ্বাস ছেলের মুখে স্নেহভরা হাত দিয়ে কিছু বলছেন, যা এক আবেগঘন মুহূর্ত তৈরির সঙ্গে মায়ের ভালোবাসা প্রকাশ করে। ছেলেও হাত পকেটে রেখে মায়ের দিকে তাকিয়ে আছে, যেন কোনো কথা মনোযোগ দিয়ে শুনছে। 

জয় ও অপু ম্যাচিং করে সবসময় পোশাক পরলেও ভিন্নতা থাকে প্রতিবারই। এর আগেও অবশ্য সাদা পোশাকে দুজনকে একসাথে দেখা যায়। 

এবার খানিকটা নতুন রূপে আবার দেখা মিলল মা-ছেলেকে। এদিন অপু বিশ্বাসের পরনে থাকতে দেখা যায় সাদা-কালো ও সোনালি ডিজাইনের কুর্তি-পাজামা; সঙ্গে কালো স্লিপার ও সানগ্লাস। এদিকে খানিকটা ম্যাচিং করে আব্রাম পরেছে সাদা শার্ট ও ছেঁড়া ডিজাইনের নীল জিন্স, সাথে স্যান্ডেল। 

এছাড়াও এ সময় মা-ছেলেকে একসঙ্গে নানা পোজ দিতে দেখা যায় ক্যামেরাতে। তবে কিছু ক্যান্ডিড ছবিও ছিল সেখানে। আর তাদের এই আবেগঘন মুহূর্ত দেখে ভালোবাসা ছড়িয়ে দেয় তাদের ভক্ত-নেটিজেনরা। 

২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৭ সালের ১০ এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। ওই দিন পুত্র জয়কে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু। ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদের মাধ্যমে এখন এক ছেলেকে নিয়েই কাটছে অপুর সংসার।

মন্তব্য করুন


Link copied