পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ বিকেলে পররাষ্ট্র উপদেস্টা মো. তৌহিদ হোসেনকে পররাষ্ট্রসচিব অপসারণের বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। তৌহিদ হোসেন বলেন, ‘অপসারণের কোনো বিষয় নেই। পররাষ্ট্রসচিব বিভিন্ন কারণে নিজে থেকে হয়তো সরে যেতে চান এবং আমরা তাঁকে সরে যেতে দিচ্ছি। সরে যেতে চান মানে এই দায়িত্ব থেকে চলে যেতে চান। উনি আগামী দু–এক দিনের মধ্যে দায়িত্বটি ছেড়ে দেবেন।’
জসীম উদ্দিন ছুটিতে যাচ্ছেন কিংবা চাকরি ছাড়ছেন কি না, এমন এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, ‘উনি চাকরি ছেড়ে দেবেন কেন? উনি তো চাকরিতে আছেন। উনি যখন চাকরিতে আছেন, দায়িত্ব পরিবর্তন হবে।’
নতুন পররাষ্ট্রসচিব কে হবেন জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, দু–এক দিনের মধ্যে আপনারা জানতে পারবেন।
বাইরের চাপে পররাষ্ট্র মন্ত্রণালয় এমন সিদ্ধান্ত নিচ্ছে কি না, এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘একটা বিষয় হলো, যেকোনো সিদ্ধান্তের পেছনে অনেকের স্বার্থ, তাদের বিভিন্ন মতামত, এগুলো থাকেই।
সরকার কখনোই কোনো সিদ্ধান্ত একজনকে নিয়ে নেয় না, এই রকম বিবেচনায় অনেক সময় সিদ্ধান্ত পরিবর্তনও হয়।’