আর্কাইভ  শনিবার ● ২৪ মে ২০২৫ ● ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২৪ মে ২০২৫

প্রধান উপদেষ্টার পদত্যাগ করতে চাওয়া সামগ্রিক ব্যর্থতা: সারজিস

শুক্রবার, ২৩ মে ২০২৫, রাত ০৯:১৬

Advertisement

নিউজ ডেস্ক: শুধু নির্বাচন দেয়ার জন্য মানুষ অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসায়নি মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ করতে চাওয়া সামগ্রিক ব্যর্থতা। 

শুক্রবার (২৩ মে) সময় সংবাদকে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, প্রধান উপদেষ্টার পদ থেকে ড. মুহাম্মদ ইউনূসের সরতে চাওয়া সামগ্রিক ব্যর্থতা বা দায়। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে। যমুনা ভালোভাবে ফাংশন করতে পারছে না।
 
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, ড. ইউনূসের বিকল্প নেই। বিকল্প না খুঁজে নির্বাচন পর্যন্ত ভালোভাবে ফাংশন করতে দেয়া উচিত।
 
তিনি বলেন, শুধু নির্বাচন দেয়ার জন্য মানুষ এই সরকারকে বসায়নি। গণহত্যার বিচার, মৌলিক সংস্কার করতে হবে। রাজপথে নয়, আলোচনার টেবিলে সমাধান হওয়া উচিত। নির্বাচন হওয়া গুরুত্বপূর্ণ না, সষ্ঠু নির্বাচন হওয়া জরুরি।
 
তিনি আরও বলেন, সব রাজনৈতিক দল একসঙ্গে হয়ে রোডম্যাপ করুক। তবে তার আগে গণহত্যার বিচার হতে হবে। শেখ হাসিনার বিচার করতে হবে।

মন্তব্য করুন


Link copied