আর্কাইভ  বুধবার ● ৮ অক্টোবর ২০২৫ ● ২৩ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ৮ অক্টোবর ২০২৫
বিএনপি নেতা আনিসুরের মৃত্যুতে তারেক রহমানের শোক

বিএনপি নেতা আনিসুরের মৃত্যুতে তারেক রহমানের শোক

রোববার ইতালি যাচ্ছেন প্রধান উপদেষ্টা

রোববার ইতালি যাচ্ছেন প্রধান উপদেষ্টা

সাবের হোসেনের বাসায় রাষ্ট্রদূতদের বৈঠক ‘ব্যক্তির বাসায় বৈঠক’

পররাষ্ট্র উপদেষ্টা
সাবের হোসেনের বাসায় রাষ্ট্রদূতদের বৈঠক ‘ব্যক্তির বাসায় বৈঠক’

আত্মনির্ভর অর্থনীতি গড়ে জাতিকে দাসত্ব থেকে মুক্ত করতে হবে

প্রধান উপদেষ্টা
আত্মনির্ভর অর্থনীতি গড়ে জাতিকে দাসত্ব থেকে মুক্ত করতে হবে

চেয়ার টেবিলে বসে বৃদ্ধা মা,বাবা-স্ত্রী সন্তান সহ পেটভরে তেহেরি খেল দুস্থরা

সোমবার, ৯ জুন ২০২৫, রাত ১২:০০

Advertisement

বিশেষ প্রতিনিধি,নীলফামারী॥ গরিব, অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের জন্য এক বেলা ভালো খাবারের আয়োজন করেছে নীলফামারীর পান্নু ও সালমা খান ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। ঈদের পরের দিন রবিবার (৮ জুন) সন্ধ্যা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত এমনই এক ব্যতিক্রমী আয়োজন চোখ পড়লো নীলফামারী শহরের প্রাণ কেন্দ্র পৌর মার্কেটের সামনে।
রিক্সা চালক, ভ্যান চালক, ছিন্নমুল, একে একে গরিব, অসহায়, দুস্থ, প্রতিবন্ধীরা খাবারের খেতে সারিবদ্ধভাবে সামিয়ানা টাঙ্গানো প্যান্ডেল প্রবেশ করছেন। এরপর চেয়ার টেবিলে সাজানো প্লেট গ্লাসে সামনে চেয়ারে বসে পড়ছেন। একে একে সবার মাঝে প্লেট ভর্তি করে দেয়া হচ্ছে তেহেরি ও বুটেল ডাল। খেতে যার যত প্রয়োজন সেভাবে পরিবেশ করছেন আয়োজকদের লোকজন। কাউকেই ফিরে যেতে হচ্ছে না। অনেক রিক্সা চালক ও ভ্যান চালককে দেখা গেল বাড়ি গিয়ে বৃদ্ধা মা-বাবা, স্ত্রী ও সন্তানদের নিয়ে আসতে। পরিবার পরিজনসহ এক সাথে চেয়ার টেবিলে সম্মানের সাথে তাদের আপ্যায়ন করা হচ্ছে। এ যেন তৃপ্তির ঢেকুর তুলেছেন সকলে।

কথা হলে রামনগর এলাকার রিক্সা চালক বশির উদ্দিন বলেন, নীলফামারী শহরে রিক্সা চালাই। বিকালেই জানতে পারি অসহায় দুস্থদের খাওয়া হবে। তাই সন্ধ্যার পর বাড়ি গিয়ে বাবা, মা, স্ত্রী ও সন্তানকে সাথে নিয়ে এসে টেবিল চেয়ারে প্লেট গ্লাসে বসে পেটভরে তেহারি খেলাম। কোনদিন ভাবতে পারি নাই এমন ভাল খাবার ভাগ্যে জুটবে। অনেক তৃপ্তি পেয়েছি।

এদিকে নীলফামারী রেলস্টেশনে বেশ কিছু ছিন্নমুল নারী পুরুষ দিনের পর দিন বসবাস করছে। ঈদে কাচা গোস্ত পেলেও পোলাও রান্না করে খেতে পারেননি। এমন খাবারের আয়োজনের খবর পেয়ে রেলস্টেশন থেকেও তারা শতাধিক ছিন্নমুলরা এসে সম্মানের সাথে পেট ভরে খেয়ে যেতে দেখা যায়।
ছিন্নমুলদের মধ্যে বৃদ্ধা নারী জয়তুন বিবির বললেন, পোলাও এর সাথে গোস্ত অনেক দিলো। জীবনে এমন খাওয়া খাইনি। আরেক ছিন্নমুল বললো প্লেট ভর্তি খাবার । এতো খাবার খাওয়া যায় না। তাই প্লেটে যা দিছে সেখান থেকে ব্যাগে কিছু নিয়ে যাচ্ছি। সকালে খাবো। 
এসময় দেখা গেলো শহরের বাদাম বিক্রেতা, বেলুন বিক্রেতা, দোকানের কর্মচারী অনেক অসহায় মানুষজন যারা ভাল খাবার জুটাতেই পারেন না। তারাও বাদ যায়নি। সকলেই তুপ্তির ঢেকুর তুলেছেন। 

গরিব, অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের জন্য এক বেলা ভালো খাবারের আয়োজনকে সমর্থন করে এই আয়োজনে স্বশরীরে উপস্থিত হয়ে পরিবেশনেও এগিয়ে আসেন, বিএনপি, জামায়াতদের নেতাকর্মী ও আইনজীবিরগন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, জেলা বিএনপির সাধারন সম্পাদক জহুরুল আলম, জেলা জামায়াতের সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডঃ আল ফারুক আব্দুল লতিফ, জেলা জজ কোটের জিপি এ্যাডঃ আবু মহম্মদ সোয়েম, চেম্বারের সাবেক দুই সভাপতি যথাক্রমে সোহেল পারভেজ ও আব্দুল ওয়াহেদ সরকার প্রমুখ। এতে অসহায় পরিবারগুলো দারুন খুশী হয়ে উপভোগ করলেন। 

সামী ইলেকট্রনিক্স ও প্রিয় সপ এর প্রোপাইার আখতারুজ্জামান স্বপন জানান, তার বাবা মায়ের নামে এই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা বিভিন্ন সময় অসহায়দের সহায়তা প্রদান করে থাকি। গত রমজান মাস জুড়ে ইফতার বিতরন করা হয়। এছাড়া যারা সেহেরীর খাদ্য চেয়েছেন তাদের তা সরবরাহ করা হয় মাস ব্যাপী। পাশাপাশি প্রতি মাসে বিভিন্নস্থানে অসহায়দের খাদ্য ও কাপড় বিতরন করা হয়। এবার কোরবানীর ঈদের পরের দিন প্রায় এক হাজার অসহায় গরীবদের তেহারি টেবিল চেয়ারে বসে খাওয়ানো হলো। এমন আয়োজন অব্যহত রাখার আশাবাদ ব্যক্ত করেন স্বপন। 

মন্তব্য করুন


Link copied