আর্কাইভ  রবিবার ● ২৩ নভেম্বর ২০২৫ ● ৯ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৩ নভেম্বর ২০২৫
ঢাকা-থিম্পু দুই সমঝোতা স্মারক সই

ঢাকা-থিম্পু দুই সমঝোতা স্মারক সই

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীতের দাপট

পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীতের দাপট

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

বুধবার  রেল ও সড়কপথ অবরোধের হুঁশিয়ারি কারমাইকেল শিক্ষার্থীদের

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, বিকাল ০৫:৫৪

Advertisement

মমিনুল ইসলাম রিপন: রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজে নতুন বিভাগ চালু, আবাসিক হল নির্মাণ, যাতায়াতের জন্য বাস সংস্থান, নিরাপত্তার জন্য পুলিশ বক্স স্থাপনসহ মোট ২১ দফা দাবিতে শিক্ষার্থীরা তৃতীয় দিনের মতো পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি পালন করছেন।

দাবিগুলো বাস্তবায়ন না হলে আগামীকাল (বুধবার) থেকে রেল ও সড়কপথ অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৪ জুন) দুপুর পর্যন্ত শিক্ষার্থীরা কলেজের প্রধান গেট বন্ধ করে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। তারা ঘোষণা দেন, যতক্ষণ পর্যন্ত শিক্ষা উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ক্যাম্পাসে না আসবেন, ততক্ষণ আন্দোলন চলবে। তৃতীয় দিনেও ক্যাম্পাস এলাকায় সতর্ক অবস্থানে ছিল সেনাবাহিনীর সদস্যরা।

শিক্ষার্থীরা জানান, প্রায় ৩০ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত একটি শতবর্ষী ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও কারমাইকেল কলেজে প্রয়োজনীয় বিভাগ নেই, নেই আবাসিক হল, যাতায়াতের পর্যাপ্ত ব্যবস্থাও নেই। নিরাপত্তার জন্য একটি পুলিশ বক্স পর্যন্ত স্থাপন করা হয়নি। দীর্ঘদিন ধরেই এসব সমস্যার কথা বলে আসলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

তাদের ভাষায়, ‘৫ আগস্টের পর থেকে আমরা আন্দোলন শুরু করেছি। দশ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত শুধু আশ্বাস ছাড়া কোনো বাস্তব সমাধান পাওয়া যায়নি। এবার আমরা আর ছাড় দেব না। উন্নয়নের জন্য আন্দোলন চলবেই।’

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজার রহমান বলেন, ‘শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং শিক্ষা উপদেষ্টার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। ইতোমধ্যে লিখিত আকারে সব সমস্যার কথা জানানো হয়েছে। আমরাও চাই দ্রুত দাবিগুলোর বাস্তবায়ন হোক এবং শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরে আসুক।’

উল্লেখ্য, গত রোববার থেকে ২১ দফা দাবিতে কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা এই আন্দোলন শুরু করেন। তখন থেকেই আন্দোলন অব্যাহত রয়েছে। 

মন্তব্য করুন


Link copied