নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের এমপি পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ১০টায় রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ডে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রার পথসভায়’ এ ঘোষণা দেন তিনি।
এসময় নাহিদ বলেন, আখতার হোসেনের হাত ধরে উন্নয়ন-অগ্রগতির মূল স্রোতে পা রাখবে কাউনিয়া-পীরগাছার জনগণ। শেষে দলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আখতার হোসেনকে কাউনিয়ার ভূমিপুত্র হিসেবে পরিচয় করিয়ে দেন।
এর আগে সকালে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয় এনসিপির জুলাই পদযাত্রা।
কবর জিয়ারতের পর সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন, জুলাই শুধু সরকার পতনের আন্দোলন ছিল না এটা ছিল নতুন বন্দোবস্তের আন্দোলন।
এনসিপির আহ্বায়ক আরও বলেন, এনসিপির 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' কর্মসূচি মানে দেশ গঠনের জন্য যে উদ্যোগ দরকার তার জন্য এ কর্মসূচি। এ কর্মসূচির মাধ্যমে আমরা মানুষের সাথে কথা বলব। আবু সাঈদের স্বপ্ন, জুলাইয়ের স্বপ্ন—আমরা মানুষের কাছে তুলে ধরব। আবু সাঈদ লড়াইয়ের অনুপ্রেরণা।