আর্কাইভ  শুক্রবার ● ৪ জুলাই ২০২৫ ● ২০ আষাঢ় ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ৪ জুলাই ২০২৫
ডা. তাসনিম জারার পোস্ট

‘স্বপ্ন যেন ঝরে না পড়ে, সেই দায়িত্ব আমাদের সবার’

শুক্রবার, ৪ জুলাই ২০২৫, দুপুর ০২:৩৪

Ad

নিউজ ডেস্ক:  নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা সম্প্রতি সারা দেশে সভা-সমাবেশ শুরু করেছেন। দেশের মানুষও তাদের ডাকে সাড়া দিচ্ছে। আর এই সভা-সমাবেশে অংশ নিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

 

বৃহস্পতিবার তাদের সভা ছিল নীলফামারীতে। সেখানকার সেই তরুণদের সম্ভাবনা নিয়ে বৃহস্পতিবার রাতে তিনি তার ভেরিফায়েড আইডি থেকে একটি পোস্ট করেছেন। 

পোস্টে ডা. তাসনিম জারা উল্লেখ করেছেন, আমার বিশ্বাস, বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের যদি কোনো উৎস থাকে, তবে তা আমাদের তরুণেরা। তারা কেবল ভবিষ্যৎ নয়, নিজেদের আত্মত্যাগ দিয়ে এই দেশকে নতুন করে গড়ার একটি সুযোগ তৈরি করেছে। তাদের স্বপ্ন যেন ঝরে না পড়ে, সেই দায়িত্ব আমাদের সকলের। এই প্রজন্মের সম্ভাবনাকে পূর্ণতা দিতে হলে স্বাস্থ্য আর শিক্ষায় আমাদের বিনিয়োগ বাড়াতে হবে।

তিনি লেখেন, বৃহস্পতিবার সকালে আমরা ছিলাম নীলফামারীতে। রাস্তায় হেঁটে হেঁটে মানুষের সঙ্গে কথা বলছিলাম। শুনছিলাম কোন সমস্যা তাদের জীবনে সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে, আর কী করলে তাদের জীবনে অর্থবহ পরিবর্তন আসবে।

জারা লেখেন, অনেক তরুণ-তরুণীর সঙ্গে দেখা হল। একটি অটোরিকশায় ছয়জন মেয়ে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল। আমরা একে-অপরকে দেখে হাত নাড়লাম, কথা শুরু হল। একজন হতে চায় নার্স, আরেকজন ডাক্তার, আরেকজন ইঞ্জিনিয়ার।

‘আমি ওদের স্বপ্নের প্রশংসা করলাম এবং একটা পরামর্শ দিলাম যা আমি মনেপ্রাণে বিশ্বাস করি। যদি কেউ তোমার স্বপ্ন শুনে বলে, তুমি এটা পারবে না, তখন হতাশ না হয়ে বরং সেটাই প্রমাণ করে দেখাবে।’

তিনি লেখেন, আশা করি এই মেয়েরা আমাদের যে কারও চেয়েও অনেক দূর যাবে। তারা এ দেশকে এমন এক জায়গায় নিয়ে যাবে, যা আমরা কেবল কল্পনায় এঁকে এসেছি।

সবশেষ এই এনসিপি নেত্রী উল্লেখ করেন, সারা দেশে, ৬৪টি জেলায়, আমরা হেঁটে হেঁটে মানুষের কথাগুলো শুনছি। কারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক ছাড়া কোনো ভালো রাজনৈতিক নেতা হতে পারে না। আমরা যখন নীতিমালা তৈরি করবো, ইশতেহার লিখবো, এই মুখগুলোর কথা আমাদের মনে পড়বে। প্রতিটি ফোরামে যেন ওদের কণ্ঠ আমরা তুলে ধরতে পারি, সেই দায় নিয়েই আমরা হাঁটছি।

মন্তব্য করুন


Link copied