নিউজ ডেস্ক: শুরুতেই ওপেনার পাতুম নিসাঙ্কাকে হারানোর পর কুশল মেন্ডিস এবং নিশান মাদুশকার ব্যাটে এগোচ্ছিল শ্রীলঙ্কা। তবে দারুণ দক্ষতায় তাদের দুজনকেই সাজঘরের পথ দেখিয়েছে স্পিনার তানভীর ইসলাম।
দশম ওভারে তার বলের গতিপথ বুঝতে না পেরে পয়েন্টে ক্যাচ দিয়েছেন মাদুশকা (১৭)। এরপর দ্বাদশ ওভারে অভিজ্ঞ কুশলকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন তানভীর। ৩১ বলে ৯ চার ও ১ ছক্কায় ৫৬ রান তুলে ফেলেছিলেন এই লঙ্কান ব্যাটার।
স্বল্প বিরতিতে এই দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশ শিবিরে কিছুটা স্বস্তি এনে দিয়েছেন তানভীর। লঙ্কানদের পক্ষে এখন ক্রিজে রয়েছেন দুই নতুন ব্যাটার কামিন্দু মেন্ডিস (৭*) এবং অধিনায়ক চারিথ আসালাঙ্কা (৪*)।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভারে ৩ উইকেটে ৮৯ রান তুলেছে লঙ্কানরা। জয়ের জন্য তাদের আরও প্রয়োজন ১৬০ রান, বাংলাদেশের চাই ৭ উইকেট।