স্টাফরিপোর্টার,নীলফামারী॥ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্র মুলক ভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী তাঁতীদল। বুধবার(১৬জুলাই) দুপুরে জেলা শহরের পৌর মার্কেটস্থ দলীয় কার্যালয়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার।
জেলা তাঁতীদলের সভাপতি শাহজাদা মুক্তির সভাপতিত্বে প্রতিবাদ সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক হোসেন আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তাঁতীদলের সদর উপজেলা আহবায়ক আনিসুর রহমান ও সদস্য সচিব ফজলে তুষার, পৌর আহবায়ক শাহরিয়ার হোসেন হাবিল ও সদস্য সচিব তরিকুল ইসলাম তুষার এবং জেলা তাঁতীদলের প্রচার সম্পাদক ফেরদৌস আহমেদ।
প্রতিবাদ সভায় বক্তারা উল্লেখ করেন, প্রশাসনের নির্লিপ্ততায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং ষড়যন্ত্র মুলক ভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে।
এরআগে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ অংশ নেন।