আর্কাইভ  শুক্রবার ● ১৮ জুলাই ২০২৫ ● ৩ শ্রাবণ ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ১৮ জুলাই ২০২৫
কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে ঘিরে ব্যাপক সংঘর্ষ, সারাদেশে নিহত ৩১

ফিরে দেখা জুলাই বিপ্লব
কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে ঘিরে ব্যাপক সংঘর্ষ, সারাদেশে নিহত ৩১

১৮ জুলাই ‘জুলাই আন্দোলন’ স্মরণে ইন্টারনেট ব্ল্যাকআউটের ঘোষণা

ফিরে দেখা জুলাই বিপ্লব
আন্দোলন নেয় মোড়
১৮ জুলাই ‘জুলাই আন্দোলন’ স্মরণে ইন্টারনেট ব্ল্যাকআউটের ঘোষণা

রংপুরে আবু সাঈদ হত্যায় এসি ইমরানকে আসামি করার দাবি ভাইয়ের

তথ্য গোপন করে বিসিএস কর্মকর্তা  
রংপুরে আবু সাঈদ হত্যায় এসি ইমরানকে আসামি করার দাবি ভাইয়ের

জুলাই বিপ্লবের এক বছর: নতুন সূর্য, পুরনো ক্ষত ও অটুট প্রত্যয়

জুলাই বিপ্লবের এক বছর: নতুন সূর্য, পুরনো ক্ষত ও অটুট প্রত্যয়

তারা চায় আমরা ফাঁদে পা দিই : মির্জা ফখরুল

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, রাত ১১:০১

Advertisement

নিউজ ডেস্ক: দলের নেতা-কর্মীসহ দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের জন্য একটি ইতিবাচক পরিবেশ সৃষ্টি হলেও পরিকল্পিতভাবে তা ব্যর্থ করার চেষ্টা চলছে। ফেব্রুয়ারির নির্বাচনী সময়সূচি ঘোষণার আগে থেকেই ষড়যন্ত্রকারীরা সক্রিয় হয়ে উঠেছে।

বৃহস্পতিবার (১২ জুলাই) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, লন্ডন বৈঠকের পর থেকে বিএনপিকে ফাঁদে ফেলার ষড়যন্ত্র শুরু হয়েছে। তারা চায়, আমরা উত্তেজিত হই, প্রতিবাদ করি, তাতে তাদের ফাঁদে পা দিই। কিন্তু আমরা তা করব না।

 

সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়ে নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। ফাঁদে পা না দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যেতে হবে।

 
 

’৭১ ও ’৯০-এর পরে ২০২৪-এর জুলাই দেশে গণতান্ত্রিক উত্তরণের একটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই বিজয়ের কৃতিত্ব জনগণের, কোনো গোষ্ঠীর একার নয়। সবাই নেমেছিল গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে। এখন কেউ কেউ একক কৃতিত্ব দাবি করছেন, কিন্তু প্রকৃত জয় ছিল দেশের মানুষের।

 

বিএনপির হাত ধরে দেশের সবচেয়ে বড় অর্জনগুলো এসেছে জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, বিএনপি কখনো ফ্যাসিবাদের সামনে মাথা নত করেনি। ২০ হাজার নেতা-কর্মী বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন, তবু সংগ্রাম থামেনি।

তিনি বলেন, জুলাই আন্দোলনে ছাত্রদলের ১৪২ জন কর্মী শহীদ হয়েছেন। কিন্তু এখনো তাদের নাম গেজেটে অন্তর্ভুক্ত হয়নি। আহত ব্যক্তিরা যথাযথ সহায়তা পাচ্ছেন না বলেও অভিযোগ রয়েছে। দলের শীর্ষ নেতৃত্ব এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখবেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক মাধ্যমে কুরুচিপূর্ণ প্রচারেরও নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, তারেক রহমানকে নিয়ে এত অপপ্রচার চলছে কেবল ভয় থেকেই। কারণ, তিনি জাতীয় নেতা হয়ে উঠেছেন।

মন্তব্য করুন


Link copied