নিউজ ডেস্ক: নির্বাচন পর্যবেক্ষক হতে এইচএসসি পাস বা সমমানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা, ২০২৫’ জারি করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে পর্যবেক্ষকদের সর্বনিম্ন বয়স নির্ধারিত হয়েছে ২১ বছর।
গতকাল বৃহস্পতিবার ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এসব তথ্য জানান। আগে পর্যবেক্ষকের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ছিল এসএসসি বা সমমান এবং বয়স ছিল ন্যূনতম ২৫ বছর।
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ২০২৩ সালের নীতিমালা ও তৎকালীন ৯৬টি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করে নতুন নীতিমালা জারি করেছে এ এম এম নাসির উদ্দিনের কমিশন। ইসির সহকারী জনসংযোগ পরিচালক মো. আশাদুল হক জানান, এবার পর্যবেক্ষণ নীতিমালায় বেশ কিছু নতুন সংযোজন এসেছে। বর্তমান কমিশন পর্যবেক্ষক হতে শিক্ষাগত যোগ্যতা বাড়িয়েছে এবং পর্যবেক্ষকদের ন্যূনতম বয়স কমিয়েছে। তিনি জানান, সর্বশেষ সংসদ নির্বাচনের সময় নিবন্ধন পাওয়া পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করা হয়েছে।
নতুন নীতিমালার আলোকে আগ্রহী সংস্থাকে আবেদন করতে হবে এবং পুরো প্রক্রিয়া শেষ করে পাঁচ বছরের জন্য নিবন্ধন দেবে ইসি। নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থা তিন দিন পর্যবেক্ষণ করার বিধান যুক্ত করা হয়েছে। পর্যবেক্ষকের বয়স ২১ বছর বা তদূর্ধ্ব হতে হবে; ন্যূনতম এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে; নির্বাচন কমিশনে নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থা তিন দিনের জন্য (নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন ও নির্বাচনের পরের দিন) পর্যবেক্ষক মোতায়েন করতে পারবে।