আর্কাইভ  বুধবার ● ২৩ জুলাই ২০২৫ ● ৮ শ্রাবণ ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ২৩ জুলাই ২০২৫
মাইলস্টোন স্কুলের সেই ভবনের ওপর দিয়ে আবারও উড়ছে বিমান

স্কুলটির অবস্থান নিয়ে প্রশ্ন
মাইলস্টোন স্কুলের সেই ভবনের ওপর দিয়ে আবারও উড়ছে বিমান

নাজিয়াকে দাফন করছেন বাবা, মা আইসিইউতে ছেলের অপেক্ষায়

নাজিয়াকে দাফন করছেন বাবা, মা আইসিইউতে ছেলের অপেক্ষায়

রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত হবেন বিমান দুর্ঘটনায় নিহত পাইলট তৌকির

রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত হবেন বিমান দুর্ঘটনায় নিহত পাইলট তৌকির

মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৩১

মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৩১

বাংলাদেশের জয়ে ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন

বুধবার, ২৩ জুলাই ২০২৫, রাত ১২:৪১

Advertisement

নিউজ ডেস্ক:  সফরকারী পাকিস্তানকে নাস্তানাবুদ করে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিজেদের করে নিয়েছে টাইগাররা, সঙ্গে গড়েছে ইতিহাসও। প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে এই সংস্করণে সিরিজ জিতেছে বাংলাদেশ। এই অবিস্মরণীয় সিরিজ জয়ের জন্য জাতীয় ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

এক অভিনন্দন বার্তায় খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও বোর্ড সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সিরিজের শেষ ম্যাচেও জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আাশাবাদ ব্যক্ত করেন ক্রীড়া উপদেষ্টা।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি টাইগাররা। মাত্র ২৮ রানে চার উইকেট হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা। ওপেনার নাঈম শেখ (৩), অধিনায়ক লিটন দাস (৮), হৃদয় (০) ও পারভেজ হোসেন ইমন (১৩) ফিরে যান দ্রুতই।

এই অবস্থায় ইনিংস গুছিয়ে নেন জাকের আলী ও শেখ মেহেদি হাসান। পঞ্চম উইকেটে গড়া তাদের ৫৩ রানের জুটি দলকে কিছুটা স্থিতি এনে দেয়। মেহেদি খেলেন ২৫ বলে ৩৩ রানের কার্যকরী ইনিংস, যাতে ছিল দুটি চার ও দুটি ছক্কা।

শেখ মেহেদির বিদায়ের পর দ্রুত ফিরে যান শামীম পাটোয়ারি (১)। তবে অন্য প্রান্তে একাই লড়াই চালিয়ে যান জাকের। ইনিংসের শেষ ওভারে দুটি ছক্কা মেরে ফিফটি পূর্ণ করেন তিনি। শেষ বলে ছক্কা মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরেন ৪৮ বলে ৫৫ রান করে। তার ইনিংসে ছিল ৫টি ছক্কা ও একটি চার। বাংলাদেশ শেষ পর্যন্ত অলআউট হয় ১৩৩ রানে।

রান তাড়ায় নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। ৩০ রানে হারিয়ে ফেলে ৬ উইকেট। পরে অবশ্য প্রতিরোধ গড়ার চেষ্টা করে খুশদিল শাহ। তিনি ১৩ রানের বেশি করতে পারেননি। এরপর আব্বাস আফ্রিদি এসে ১৩ বলে করেন ১৯ রান। শেষদিকে জয়ের আশা জাগান ফাহিম আশরাফ। লড়তে থাকেন তিনি শেষ পর্যন্ত। ৩১ বলে ফিফটি হাকিয়ে রিশাদের বলে বোল্ড হলে ভেঙে যায় পাকিস্তানের জয়ের স্বপ্ন।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারাল বাংলাদেশ। ১৩৩ রানের জবাবে খেলতে নেমে ১৯.২ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১২৫ রান তোলে পাকিস্তান। সূত্র: বাসস

মন্তব্য করুন


Link copied