নিউজ ডেস্ক: প্রথম দুই টি-টোয়েন্টি জিতে সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ শেষ ম্যাচে এসে মুখ থুবড়ে পড়লো। হেরে গেলো ৭৪ রানের বড় ব্যধানে।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এই ম্যাচে বাংলাদেশের সামনে ১৭৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছিল পাকিস্তান। এমন পুঁজি পাওয়ার পেছনে মূল কারিগর ফখর জামানের বদলে একাদশে সুযোগ পাওয়া শাহিবজাদা ফারহান।
ওপেনিংয়ে নেমে ৪১ বলে ৬৫ রানের ইনিংস খেলেন ফারহান। যে ইনিংসে ৬টি বাউন্ডারি আর ৫টি ছক্কা হাঁকান তিনি। এমন ইনিংসের পর ম্যাচসেরার পুরস্কারও উঠেছে শাহিবজাদা ফারহানের হাতে। তবে সিরিজসেরা হয়েছেন বাংলাদেশের জাকের আলী।
৩ টি-টোয়েন্টিতে একটি ম্যাচ জেতানো ইনিংসসহ ৭১ রান করেন জাকের। গড় ৩৫.৫০। স্ট্রাইকরেট ১১৮.৩৩। লো স্কোরিং সিরিজে এই রান করেই সিরিজসেরা হয়েছেন জাকের আলী। সিরিজে ৪টি বাউন্ডারির সঙ্গে ৫টি ছক্কা হাঁকান তিনি।