মমিনুল ইসলাম রিপন: ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দুপাড়ায় হামলার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩০ জুলাই) বেলা ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান।
তিনি জানান, ধর্ম অবমাননার অভিযোগে বসতবাড়িতে হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। সেই মামলার প্রেক্ষিতে ইতিমধ্যে অভিযান চালিয়ে ৫ জন কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দুপাড়ায় অজ্ঞাতনামা লোকজন ভাঙচুর, লুটপাট এবং পুলিশের ওপর আক্রমণ করে। এতে কয়েকটি বসতবাড়ি ক্ষতিগ্রস্থ হয়। এ ঘটনায় ২৯ জুলাই মঙ্গলবার বিকেলে শ্রী রবীন্দ্রনাথ রায় (৫৫) বাদী হয়ে অজ্ঞাতনামা ১০০০-১২০০ জনের বিরুদ্ধে মামলা করেন।