আর্কাইভ  শনিবার ● ১৬ আগস্ট ২০২৫ ● ১ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ১৬ আগস্ট ২০২৫

ছেলের নতুন ইনিংসে সুখের জন্য পূজা করলেন টেন্ডুলকার

শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, রাত ১০:২৪

Advertisement Advertisement

নিউজ ডেস্ক: ভারতের ক্রিকেট মহারথী শচীন টেন্ডুলকারের পরিবারে যোগ হতে চলেছেন নতুন এক সদস্য। বুধবার এক ব্যক্তিগত অনুষ্ঠানে শচীনের ছেলে অর্জুন টেন্ডুলকার বাগদান সেরেছেন সানিয়া চাঁদকের সঙ্গে। 

বাগদানের আগে নিজ বাসভবনে পূজা করেন শচীন, যেখানে উপস্থিত ছিলেন স্ত্রী অঞ্জলি, কন্যা সারা এবং পরিবারের অন্যান্য সদস্যরা। পূজায় সানিয়াও ছিলেন, যাকে সারার সঙ্গে ছবি তুলতে দেখা গেছে। সারা সামাজিক মাধ্যমে সেই ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন— “আমার সারাজীবনের বন্ধু।” যা দেখে বোঝা যায়, দু’জনের মধ্যে ইতোমধ্যেই গভীর বন্ধুত্ব গড়ে উঠেছে।

বাগদানের অনুষ্ঠানটি ছিল একেবারেই ব্যক্তিগত, যেখানে কেবলমাত্র ঘনিষ্ঠ আত্মীয়রা উপস্থিত ছিলেন। সানিয়া মুম্বাইয়ের একটি প্রভাবশালী ব্যবসায়ী পরিবারের মেয়ে। তিনি ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি, যার পরিবার হোটেল, রেস্তোরাঁ ও দু’টি আইসক্রিম কোম্পানির মালিক। যদিও রবি ঘাই ও সানিয়ার বাবা গৌরব ঘাইয়ের সম্পর্ক তেমন ভালো নয় বলে জানা যায়।

শিক্ষাজীবনে সানিয়া ক্যাথেড্রাল অ্যান্ড জন ক্যানন স্কুল থেকে পড়াশোনা শেষ করে লন্ডন স্কুল অব ইকোনমিক্সে ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ে ডিগ্রি অর্জন করেন। ২০২০ সালে দেশে ফিরে তিনি ‘মি. পজ পেট স্পা অ্যান্ড স্টোর’ নামে একটি পোষা প্রাণী পরিচর্যা ব্যবসা শুরু করেন, যা এখনও তেমন মুনাফা অর্জন করতে পারেনি। পশুপ্রেমী সানিয়া পোষাপ্রাণীর যত্ন নেওয়ার কাজকে নিজের প্যাশন হিসেবে দেখেন।

অন্যদিকে, অর্জুন টেন্ডুলকার ২০২০-২১ মৌসুমে মুম্বাইয়ের হয়ে ঘরোয়া টি-২০ ক্রিকেটে অভিষেক করেন। পরবর্তীতে সিনিয়র দলে জায়গা না পেয়ে ২০২২-২৩ মৌসুমে গোয়ার হয়ে প্রথম-শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক করেন। এখন পর্যন্ত ১৭টি লাল বলের ম্যাচে ৫৩২ রান করেছেন, রয়েছে একটি সেঞ্চুরি ও দুটি হাফ-সেঞ্চুরি, পাশাপাশি নিয়েছেন ৩৭টি উইকেট। ক্রিকেট ক্যারিয়ারে এখনও বড় সাফল্য না এলেও ব্যক্তিগত জীবনে নতুন ইনিংস শুরু করতে চলেছেন অর্জুন।

মন্তব্য করুন


Link copied