নিউজ ডেস্ক:গত ২ আগস্ট লিগস কাপের ম্যাচে নেকাক্সার বিপক্ষে ডান পায়ে হালকা চোট পান এই আর্জেন্টাইন সুপারস্টার। এরপর থেকে মাঠের বাইরে ছিলেন তিনি। মেসিকে ছাড়া দুটি ম্যাচে ভিন্ন অভিজ্ঞতা হয়েছে ইন্টার মিয়ামির। পুমাস ইউএনএএমের বিপক্ষে ৩-১ গোলে জিতে লিগস কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেও, মেজর লিগ সকারে ওরল্যান্ডো সিটির কাছে ৪-১ গোলে হেরে যায় দলটি।
অবশেষে দুই সপ্তাহের বিরতির পর মাঠে ফিরছেন লিওনেল মেসি। ইন্টার মিয়ামি কোচ হাভিয়ের মাসচেরানো নিশ্চিত করেছেন, বাংলাদেশ সময় আগামীকাল রোববার ভোর ৫টা ৩০ মিনিটে এলএ গ্যালাক্সির বিপক্ষে ম্যাচে খেলবেন মেসি।
শুক্রবার সংবাদ সম্মেলনে মাসচেরানো জানান, 'লিও ভালো আছে। বুধবার থেকে দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করেছে। আমরা বিশ্বাস করি, কোনও অপ্রত্যাশিত কিছু না ঘটলে কালকের ম্যাচে সে দলে থাকবে।'
এই মৌসুমে এখন পর্যন্ত ১৭ ম্যাচে ১৮ গোল করে মেসি যৌথভাবে এমএলএসের সর্বোচ্চ গোলদাতা। সঙ্গে রয়েছে ১০টি অ্যাসিস্টও।
পয়েন্ট টেবিলে ২৩ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে ছয় নম্বরে রয়েছে ইন্টার মায়ামি। ২৬ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফিলাডেলফিয়া।