আর্কাইভ  মঙ্গলবার ● ১১ নভেম্বর ২০২৫ ● ২৭ কার্তিক ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১১ নভেম্বর ২০২৫
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভুয়া সনদে চাকরি করছেন ১৮ কর্মকর্তা

ভুয়া সনদে হিসাবরক্ষণ কর্মকর্তা থেকে উপরেজিস্ট্রার
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভুয়া সনদে চাকরি করছেন ১৮ কর্মকর্তা

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে, হেডলাইট জ্বালিয়ে চলছে যান

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে, হেডলাইট জ্বালিয়ে চলছে যান

দিনাজপুর-২ আসনে বিএনপির ঘোষিত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে প্রতীকী ফাঁসি

দিনাজপুর-২ আসনে বিএনপির ঘোষিত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে প্রতীকী ফাঁসি

পার্বতীপুরে ৩৩ হাজার ভোল্টেজের ১৭ কিলোমিটার বৈদ্যুতিক তার চুরি

পার্বতীপুরে ৩৩ হাজার ভোল্টেজের ১৭ কিলোমিটার বৈদ্যুতিক তার চুরি

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভাইভায় নেকাব খুলতে বলার ঘটনায় ইতিহাস বিভাগের দুঃখপ্রকাশ

বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ০৫:১৪

Advertisement

বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের ২য় বর্ষ ২য় সেমিস্টারের মৌখিক পরীক্ষায় নেকাব খুলতে বাধ্য করার ঘটনায় এবার বিভাগটি দুঃখপ্রকাশ করেছে।
 
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান আরা তানজিয়ার সাক্ষরিত এক বিবৃতিতে এ দুঃখ প্রকাশ করা হয়।
 
বিবৃতিতে বলা হয়, গত ২৩/০৯/২০২৫ তারিখে ২য় বর্ষ ২য় সেমিস্টার মৌখিক পরীক্ষায় হিজাব ও নিকাব নিয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার জন্য আমরা বিভাগের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করছি। ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগে পূর্বে এমন কোনো ঘটনার নজির নেই।
 
আরও বলা হয়, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হওয়া এবং এ ঘটনাকে কেন্দ্র করে ভবিষ্যতে শিক্ষার্থীদের উপর কোনো প্রভাব যেন না পড়ে সে বিষয়ে বিভাগের সকলে সর্বোচ্চ সতর্ক থাকবেন।
 
জানা যায়, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিভাগটির ১৫তম আবর্তনের চূড়ান্ত ভাইভায় এক নারী শিক্ষার্থীকে বোর্ডে থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বহিরাগত সদস্য নুরুল কাইয়ুম নেকাব খুলতে বলেন। এসময় শিক্ষার্থী অস্বীকৃতি জানালে, ভাইভা বোর্ডের আরেক সদস্য ও ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক মো. ইউসুফ তাকে ফেল করিয়ে দেওয়ার হুমকি দেন।
 
এ বিষয়ে বোর্ডের সভাপতি সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বলেন, তেমন কিছুই হয়নি। ওই শিক্ষার্থীকে নেকাব খুলতে বলা হয়েছিল, পরে না খোলায় এভাবেই ভাইভা নেওয়া হয়।
 
অন্যদিকে, ফেল করানোর হুমকির ব্যাপারে জানতে চাইলে সহকারী অধ্যাপক মো. ইউসুফ বলেন, এমন হুমকি আমি কাউকে দিইনি। আর মার্ক আমার হাতে না। আমি তো শুধুমাত্র সদস্য। মার্ক দেয় এক্সটার্নাল। বিশ্ববিদ্যালয়ে আমার বন্ধু বেশি, তাই আমাকে সব জায়গায় টেনে আনা হয়।
 
 

মন্তব্য করুন


Link copied