আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৫ ● ১০ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৫
‘সবগুলাকে ফাঁসি দিছি, তোদেরও ছাড়বো না’, শিক্ষার্থীদের বিষয়ে হুংকার হাসিনার

‘সবগুলাকে ফাঁসি দিছি, তোদেরও ছাড়বো না’, শিক্ষার্থীদের বিষয়ে হুংকার হাসিনার

আন্দোলনের সময় হাসিনাকে ‘জঙ্গি কার্ড’ খেলার কথা বলেছিলেন ইনু

আন্দোলনের সময় হাসিনাকে ‘জঙ্গি কার্ড’ খেলার কথা বলেছিলেন ইনু

শেখ হাসিনার পরিবার ও ১০ শিল্প গোষ্ঠীর ৫৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

শেখ হাসিনার পরিবার ও ১০ শিল্প গোষ্ঠীর ৫৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে গণধর্ষণ

অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে গণধর্ষণ

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত, শ্রীলঙ্কার বিদায়

বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, রাত ১২:২৯

Advertisement

নিউজ ডেস্ক: এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশকে ৪১ রানে হারালো ভারত। ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৩ বলে সবকয়টি উইকেট হারিয়ে ১২৭ রান করে বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান করেন সাইফ হাসান। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করে পারভেজ হোসেন ইমন। 

এ জয়ে ফাইনালে উঠে গেলো ভারত। আর টুর্নামেন্ট থেকে বিদায়ঘণ্টা বেজে গেল শ্রীলঙ্কার। সুপার ফোরের প্রথম দুই ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে হেরে যায় শ্রীলংকা। অন্যদিকে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ একটি করে ম্যাচ জিতে ২ পয়েন্ট করে সংগ্রহ করেছে। টুর্নামেন্টে টিকে থাকতে বাংলাদেশের জয়ে কোনো বিকল্প ছিলো না। এই ম্যাচে বাংলাদেশ জয় পেলে শ্রীলঙ্কার আশা টিকে থাকতো। কিন্তু সেটা আর হলো না।

বুধবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ছয় উইকেটে ১৬৮ রান করে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা।  

৬ ওভারের ১ উইকেটে ৪৪ রান করা বাংলাদেশ। এরপর মাত্র ৪.৪ ওভারে ৩০ রান তুলতেই বাংলাদেশ হারায় ৩ উইকেট। একেরপর এক বিদায় নেন পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয় ও শামীম পাটোয়ারি।

কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেলের স্পিনে বিভ্রান্ত হয়ে সাজঘরে পারভেজ হোসেন ইমন ও তাওহীদ হৃদয়। দলীয় ৪৬ ও ৬৫ রানে ফেরেন ইমন ও তাওহীদ। দ্রুত পড়ে যায় আরও দুই উইকেট। ৮৭ রানে ৫ উইকেটে হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। 

দলীয় ৭৪ রানে শামীম ও ৮৭ রানের মাথায় জাকির আলী সাজঘরে ফিরে যান। ১০৯ রানের মাথায় পড়ে আরও একটি উইকেট।  সাইফউদ্দিন ব্যক্তিগত ৪ রানে আউট হন। সপ্তম উইকেটের পতন ঘটে ১১২ রানে। মাত্র ২ রানে সাজঘরে ফেরেন রিশাদ। এরপর আর ঘুরে দাড়াতে পারেনি বাংলাদেশ।

মন্তব্য করুন


Link copied