আর্কাইভ  সোমবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৫ ● ১৪ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৫
৪ ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ স্বাভাবিক

৪ ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ স্বাভাবিক

অরণ্যে আওয়ামী লীগ, রাস্তায় গর্ভপাতের উন্নয়ন

অরণ্যে আওয়ামী লীগ, রাস্তায় গর্ভপাতের উন্নয়ন

ফেসবুকে ‘বাংলাদেশের জার্সি আর গায়ে দেওয়া হলো না’ লিখলেন সাকিব

ফেসবুকে ‘বাংলাদেশের জার্সি আর গায়ে দেওয়া হলো না’ লিখলেন সাকিব

এশিয়া কাপ: পাকিস্তানকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন ভারত

এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট ভারতেরই
এশিয়া কাপ: পাকিস্তানকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন ভারত

ডিমলায় ট্রলির ধাক্কায় জামায়াত নেতা নিহত, প্রতিবাদে এলাকাবাসীর সড়ক অবরোধ

রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ০৭:২৯

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর ডিমলায় অবৈধভাবে বালু বহনকারী ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম(৬০) নিহত হয়েছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার তিস্তাপাড়ের শুটিবাড়ি বাজার সংলগ্ন গয়াবাড়ি স্কুল এন্ড কলেজের পেছনের সড়কে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত রফিকুল ইসলাম ডিমলা উপজেলা খালিশাচাঁপানী ইউনিয়নের জামায়াতের সাবেক আমীর। এছাড়া তিনি ছাতনাই বালাপাড়া দাখিল মাদ্রাসার সহ সুপার এবং ডিমলা তিতপাড়া বড় জুম্মা জামে মসজিদের খতিব। 

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা জামায়াতের আমীর মওলানা মুজিবুর রহমান। তিনি বলেন, ‘আমরা গভীরভাবে শোকাহত ও এঘটনার বিচারদাবী করছি। এদিকে এ ঘটনায় ওই এলাকার সাধারন মানুষজন ক্ষিপ্ত হয়ে ৫ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।’

এলাকাবাসী অভিযোগ করে জানায়, ডিমলার তিস্তাপাড়ের তেলিরবাজার নামকস্থানে তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন করে আসছে একটি চক্র। ঘটনার সময় বেশ কয়েকটি ট্রলিতে অবৈধভাবে ভাবে উত্তোলিত বালু নিয়ে বেশ কিছু ট্রলি শুটিবাড়ি হয়ে ডালিয়ার দিকে যাচ্ছিল। ওই সময় উক্ত জামায়াত নেতা খালিশাচাঁপানী বুড়িরহাট নিজবাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে তার কর্মস্থল মাদ্রাসার পথে আসছিলেন। বেপরোয়া গতির বালু বোঝাই ট্রলির ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে এঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির। তিনি এলাকাবাসীর দাবি বিষয়ে শুনেন ও আইনগত ব্যবস্থা সহ পাথর বালু উত্তোলন এবং সড়ক সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বস্ত করলে এলাকাবাসী ৫ ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ তুলে নেন।

ডিমলা থানার ওসি ফজলে এলাহী বলেন, এ ঘটনায় আইনী বিষয়ে প্রক্রিয়াধীন। 

মন্তব্য করুন


Link copied