আর্কাইভ  শুক্রবার ● ১৭ অক্টোবর ২০২৫ ● ২ কার্তিক ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ১৭ অক্টোবর ২০২৫
আ. লীগের ভোটাররা কোন দিকে যাবে?

আ. লীগের ভোটাররা কোন দিকে যাবে?

হাসপাতালে খালেদা জিয়ার হাতে আমন্ত্রণপত্র দিলেন ঐকমত্য কমিশনের সদস্যরা

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান
হাসপাতালে খালেদা জিয়ার হাতে আমন্ত্রণপত্র দিলেন ঐকমত্য কমিশনের সদস্যরা

তিস্তা মহাপরিকল্পনার দাবিতে উত্তাল উত্তরাঞ্চল

রংপুর অচল করার হুঁশিয়ারি
তিস্তা মহাপরিকল্পনার দাবিতে উত্তাল উত্তরাঞ্চল

শেখ হাসিনা সমস্ত অপরাধের নিউক্লিয়াস: চিফ প্রসিকিউটর

শেখ হাসিনা সমস্ত অপরাধের নিউক্লিয়াস: চিফ প্রসিকিউটর

সিদ্দিকের সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন তনি

বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, রাত ১০:১৬

Advertisement

নিউজ ডেস্ক: নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি বিয়ের পিঁড়িতে বসায় তার সমালোচনায় মেতেছেন অনেকে। আবার কেউ দাঁড়িয়েছেন পাশে। এবার সমালোচকদের একহাত নিলেন তনি।

ফেসবুকে দেওয়া এক পোস্টে তনি লেখেন, ‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে কৈফিয়ত আগে কখনো দিইনি, এখনো দেব না। জীবনে পর্যায়ে পর্যায়ে যখন যেটা নিজের কাছে ভালো মনে হয়েছে, সেটাই করেছি এবং ভবিষ্যতেও করব, সেটা ভুল হলে ভুল, ঠিক হলে ঠিক, পুরোটাই আমি ভোগ করব। তাতে পাবলিকের কিছু আসে যাওয়ার কথা নয়, কিন্তু আমার জীবনে কোনো কিছু হলে পাবলিকের কেন ঘুম আসে না আমি সেটাই বুঝি না।’

নিজের জীবনের সিক্রেট প্রকাশ করে তিনি বলেন, ‘আমার ঘুরে দাঁড়ানোর একটা সিক্রেট বলি শোনেন। এই যে সারা বছর যারা নিজের মনগড়া গল্প দিয়ে নিজের মনের বিষ উগ্রে আমাকে নিয়ে রচনা লেখেন বা ভিডিও বানান, বিশ্বাস করেন আমি জীবনে কোনো দিন এগুলো দেখি না, পড়ি না, শুনি না উল্টো আমার সামনে এলে ব্লক করে দিই। কারণ মানুষ আমাকে খাওয়ায়ও না, টাকাও দেয় না, তাই মানুষের কারণে নিজের সুন্দর মনটাকে কষ্ট দিই না, বলতে পারেন বাংলা সিনেমার ফাটাকেষ্ট থিওরি।’

এই নারী উদ্যোক্তা আরও বলেন, ‘এই যে আপনারা বিভিন্ন পেজে এত কমেন্ট করেন আমি কোনো দিন দেখি না, আপনার আজাইরা সময় আছে তাই কমেন্ট করে সময় পার করেন, আমার সময় নাই, আমি পড়ি না।’

বিয়ে নিয়ে সমালোচকদের তনি বলেন, ‘এইবার আসেন আমার বিবাহ সমাচার নিয়ে যাদের ঘুম হারাম হয়ে গেছে আপনারা—প্লিজ, আমাকে বেশি বেশি শেয়ার করেন কোনো অসুবিধা নেই আমার ফলোয়ার্স বাড়ে। কিন্তু রাসেলের (মানে আমার নতুন হাজব্যান্ড) পাস্ট লাইফ নিয়ে টানাটানি করতেছেন যদিও তাতে কিছু যায় আসে না। তবে বিষয়টা হচ্ছে কিছু কিছু পেজ তার ফুফুকে তার এক্স ওয়াইফ বানাই দিছে। তার বন্ধু-বাচ্চাদের সঙ্গে আমার ছবি দেখে সেই বাচ্চাদের তার বাচ্চা বানাই দিছে।’

আরেকটা কথা আমাদের বিয়ের বিষয়টা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছি, এমন না যে আপনারা অন্য কোথাও থেকে শুনেছেন বা গোপন কিছু প্রকাশ পেয়েছে।

বরাবরই স্পষ্টভাষী মানুষ উল্লেখ করে তিনি বলেন, ‘আমিৎ ক্লিয়ারকাট বলতেই পছন্দ করি। তাই আমার মনে হয়েছে কোনো সম্পর্কে জড়ানো যতটা ইম্পোর্টেন্ট সেই সম্পর্ককে স্বীকৃতি দেওয়া এর থেকেও বেশি ইম্পোর্টেন্ট। লোকাছুপ্পি খেলা আমার পছন্দ না, আমার কাছে যেটা ঠিক মনে হয় সেটাই ঠিক। কারণ, এই জীবনে আমি কারো ধার ধারি না, সত্যি কথা বলতে ভয় পাই না।’

ও আচ্ছা, আমার বাচ্চাদের দিয়ে টেনশন করে নিজের ঘুম নষ্ট কইরেন না। মনে রাখবেন তারা আমার বাচ্চা। ও হ্যাঁ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমাদের নামে শত শত ফেক পেজ, ফেক আইডি যেগুলোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, Sanvee's by Tony Forever Tony Tony শুধু এই তিনটি আমাদের রিয়েল এবং ব্লু ভেরিফাইড পেজ, আর আমার আইডি তো দেখেই বুঝতে পারছেন ভেরিফাইড।

অ্যান্ড বাই দ্যা রাস্তা, যারা টেনশনে মরে যাচ্ছেন আই মিন হসপিটালে ভর্তি হবেন হবেন ভাব কারণ রাসেলের সঙ্গে আমার কবে পরিচয়! কবে দেখা! কবে বিয়ে! এই বছর এপ্রিলের ১৪ তারিখ আমাদের প্রথম হাই/হ্যালো হয় মানে প্রথম পরিচয় আরকি। জুনের ২১ তারিখ আমাদের প্রথম দেখা হয় তারপর আগস্টের ১২ তারিখ বিয়ে হয়। নেন সব বলে দিলাম এইবার ডেট ধরে ধরে Anniversary উইশ করবেন আর গিফ্টগুলো আমার শোরুমে পাঠাই দেবেন, আই ডোন্ট মাইন্ড। আর পারলে দোয়া করবেন, না পারলে কইরেন না। কারণ আমি বিশ্বাস করি আল্লাহতালা সবার ভাগ্য নিয়ন্ত্রণ করেন, মানুষ তার কর্মকে ভোগ করে।

সব শেষ তিনি বলেন, ‘আমাকে ভালো না লাগলে দেইখেন না, আনফলো করেন অথবা ব্লক করেন আর ভালো লাগলে প্লিজ বেশি বেশি শেয়ার করেন, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। ১০ সেকেন্ড ব্যাক টু ব্যাক! ও আর পারলে আমার বিজনেস পেজটা ফ্রিতে ট্যাগ করে দিয়েন।’

মন্তব্য করুন


Link copied