আর্কাইভ  বুধবার ● ৩ ডিসেম্বর ২০২৫ ● ১৯ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ৩ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

নতুনভাবে পুরান বউ নতুন শাড়িতে দেওয়ার দিন শেষ: চরমোনাই পীর 

নতুনভাবে পুরান বউ নতুন শাড়িতে দেওয়ার দিন শেষ: চরমোনাই পীর 

গণভোটের মাধ্যমে ভোটের চরিত্র পাল্টাতে হবে

গণভোটের মাধ্যমে ভোটের চরিত্র পাল্টাতে হবে

পানিতে ডুবিয়ে ৮ কুকুরছানা হত্যার অভিযোগে নিশি খাতুন গ্রেপ্তার

পানিতে ডুবিয়ে ৮ কুকুরছানা হত্যার অভিযোগে নিশি খাতুন গ্রেপ্তার

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুর কাচারী বাজারে বিদ্যুৎ গ্রাহক ফোরামের বিক্ষোভ

বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫, রাত ০৮:২০

Advertisement

নিউজ ডেস্ক: গতকাল ৩ ডিসেম্বর ২০২৫   বুধবার সকাল ১১ টায় বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুর এর উদ্যোগে জনস্বার্থবিরোধী প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে রংপুর কাচারী বাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক অধ্যাপক মোঃদেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সদস্যসচিব আহসানুল আরেফিন তিতুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলু, মির্জা বাবর বাবুল,ভূক্তভোগী বিদ্যুৎ গ্রাহক সামসুল ইসলাম প্রমূখ। নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিস্ট সরকারের বন্দুকের সামনে বুক পেতে দিয়ে রংপুরের আবু সাঈদসহ সারাদেশে দেড় সহস্রাধিক ছাত্রজনতা শহীদ হয়েছে।হাজার হাজার যুবক তরুণ রক্ত ঝরিয়ে আহত হয়েছে,অনেকে চোখ বা অন্য অঙ্গ হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছে। এখনো অনেকে হাসপাতালে কাতরাচ্ছে।সেই শহীদ এবং আহতদের রক্তের দাগ এখনো শুকায়নি।আর সেই ফ্যাসিস্ট সরকারের সীমাহীন লুটপাটের প্রকল্প কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করতে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে।


আপনারা জানেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের 'ভাই-বন্ধু' চক্রকে ১৫ লক্ষ মিটার সরবরাহের কাজ দিতে সক্রিয় নেসকো (৮ লক্ষ মিটার) ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (৭ লক্ষ মিটার)।তাই তারা দরপত্রে এমনভাবে শর্ত দিয়েছে, যাতে এই কোম্পানিগুলোই কাজ পায়।
আওয়ামী লীগ আমলে এই কোম্পানিগুলোই প্রিপেইড মিটার সাপ্লাই করেছে।


দরপত্র দলিলের শর্তঃ
সরবরাহকারী প্রতিষ্ঠানকে গত পাঁচ বছরে সমজাতীয় মিটার স্থাপনে দুটি প্রকল্প বাস্তবায়নের সনদ থাকতে হবে।ন্যূনতম ৫০ হাজার স্মার্ট  প্রিপেইড মিটার পাওয়ার লাইন কমিউনিকেশন স্থাপনের অভিজ্ঞতা থাকতে হবে।


এই শর্ত পূরণ করতে পারবে শুধুমাত্র সেই চারটি কোম্পানি যারা ফ্যাসিস্ট সরকারের ছত্রছায়ায় লুটপাট চালিয়েছে।এসব কারণে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে আমরা ধারাবাহিকভাবে আন্দোলন করেছি।আমাদের আন্দোলনের মুখে জেলা প্রশাসকের মধ্যস্থতায় নেসকো এই মিটার লাগানো কিছুদিন বন্ধ রেখেছিলো।কিন্তু সাম্প্রতিক সময়ে তারা কৌশল পাল্টিয়েছে।আগের ডিজিটাল মিটারে ভুতুড়ে বিল দিচ্ছে।নানরকম হয়রানি করছে।ভোক্তা মিটার সংক্রান্ত কোন সমস্যা নিয়ে বিদ্যুৎ অফিসে গেলে তাদেরকে বুঝানোর চেষ্টা করছে প্রিপেইড মিটার লাগালে সব সমস্যার সমাধান হবে।আবার বিভিন্ন বাড়িতে গিয়ে বলছে সরকারি ঘোষণা অনুযায়ী বাধ্যতামূলক প্রিপেইড মিটার লাগাতে হবে।এভাবে প্রতারণাপূর্বক তারা বেশকিছু প্রিপেইড মিটার লাগিয়েছে।জনগণের ট্যাক্সের টাকার বেতন নিয়ে নেসকোর করামকর্তারা লুটপাটকারীদের স্বার্থে কাজ করছে।নেতৃবৃন্দ আরও বলেন আবু সাঈদের রংপুরে আমরা ফ্যাসিস্ট  নেয়া লুটপাটের কোন প্রকল্প বাস্তবায়ন করতে দিবো না।এর বিরুদ্ধে তীব্র আন্দোলন আমরা গড়ে তুলবো।

 সমাবেশ শেষে প্রিপেইড মিটার বন্ধের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয়

মন্তব্য করুন


Link copied