কুড়িগ্রাম প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কুড়িগ্রামের চারটি আসন থেকে বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থীরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নিজ নিজ মনোনয়ন পত্র সংগ্রহ করেছে।
সোমবার (২২ ডিসেম্বর) জেলা রিটার্নির অফিসার ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এর কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়ন পত্র সংগ্রহকারী হলেন, ২৫ কুড়িগ্রাম-১ আসন থেকে সাইফুর রহমান রানা (বিএনপি), একেএম মোস্তাফিজার রহমান (জাতীয় পার্টি), হাসিবুল বারী রনি (ইসলামি আন্দোলন)।
২৬ কুড়িগ্রাম-২ আসন থেকে সোহেল হোসনাইন কায়কোবাদ (বিএনপি), মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আমসা আমিন (স্বতন্ত্র), মোঃ আনছার আলী (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি), মেজর (অবঃ) আব্দুস সালাম (নাগরিক ঐক্য),জাতীয় পাটির পনির উদ্দিন আহমেদ।