আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

অপেক্ষার পালা শেষে সোমবার শুরু বিপিএল

রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, রাত ০৮:২৯

Advertisement Advertisement

ক্রীড়া ডেস্ক : প্রতিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়ানোর আগেই শুরু হয় নানা বিতর্ক। মাঠের আয়োজন নিয়ে দর্শকের অসন্তোষ তো আছেই। গত ১০ আসরে অনেকটা এমনই ছিল বিপিএলের অবস্থা। এবার সেটি পরিবর্তন হবে, এমন প্রত্যাশা সবার। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’—বিপিএলের একাদশ আসরের থিম এটি। অন্তর্বর্তী সরকারের অধীনে বিপিএলের অনেক কিছুতে এসেছে জুলাই বিপ্লবের ছোঁয়া।

জুলাই বিপ্লবের প্রেরণা আর নতুনত্ব নিয়ে আগামীকাল সোমবার (৩০ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে বিপিএলের ১১তম আসর। সাত দলের এই টুর্নামেন্ট চলবে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট শুরুর আগে নানা কাজ গুছিয়ে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কমিটি। জুলাইকে ধারণা করে থিম সং ও মাসকট উন্মোচন করেছে বিসিবি।

মাঠের বাইরের কাজ শেষে অপেক্ষা মাঠের খেলার। আসল লড়াই সেখানে। কাল প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিপিএলের। দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রংপুর রাইডার্স ও নতুন রূপে আসা ঢাকার ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস। প্রথম ম্যাচ শুরু হবে বেলা দেড়টায়। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে মাঠে গড়াবে দ্বিতীয় ম্যাচ। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বিপিএলে অংশ নেওয়া সাতটি দল—ফরচুন বরিশাল, দুর্বার রাজশাহী, রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, খুলনা টাইগার্স, চিটাগং কিংস ও সিলেট স্ট্রাইকার্স। এই আসরে নেই টুর্নামেন্টের সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৪৬ ম্যাচের লড়াই চলবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট—এই তিনটি শহরে।

৩০ ডিসেম্বর ২০২৪ থেকে ৩ জানুয়ারি ২০১৫ পর্যন্ত ম্যাচগুলো হবে ঢাকায়। এরপর দুদিন বিরতি দিয়ে ৬ জানুয়ারি থেকে ফের শুরু হবে ম্যাচ। ৬ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত ১২টি ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। এরপর বিপিএল যাবে বন্দর নগরী চট্টগ্রামে। সেখানে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৬ থেকে ২৩ জানুয়ারি হবে ১২টি ম্যাচ। ২৬ জানুয়ারি থেকে ফের ঢাকাতে অনুষ্ঠিত হবে বাকি ম্যাচগুলো।

মন্তব্য করুন


Link copied