আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

আকবরকে অধিনায়ক করে ইমার্জিং এশিয়া কাপের দল ঘোষণা

সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, দুপুর ০৩:৩৬

Advertisement Advertisement

ক্রীড়া ডেস্ক: চলতি মাসে দক্ষিণ আফ্রিকা সিরিজের পাশাপাশি রয়েছে ইমার্জিং এশিয়া কাপ। সবমিলিয়ে বেশ ব্যস্ত সময় পার করবেন ক্রিকেটাররা। এখনও দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণা করা না হলেও এশিয়া কাপের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে দলে নতুন অধিনায়কের দায়িত্ব দেখা যাবে আকবর আলীকে।

এই দলে চমক হিসেবে আছেন তাওহিদ হৃদয়, তানজিম হাসান সাকিব, জাকের আলী অনিকের মতো তারকারা। যারা ভারতের বিপক্ষে সদস্য সমাপ্ত সিরিজেও দলে ছিলেন। যদিও পারেননি সামর্থ্যের প্রমাণ দিতে। ওপেনার ইমনও ছিলেন পুরোপুরি ব্যর্থ।

আগামী ১৯ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর ২১ অক্টোবর আফগানিস্তান ও ২৩ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। আগের তিন আসর ওয়ানডে ফরম্যাটে হলেও এবারই প্রথম টি-টোয়েন্টি ফরম্যাটে হবে এই আসর। গত আসরে ভারতকে হারিয়ে এই টুর্নামেন্টের শিরোপা জিতেছিল পাকিস্তান। আর সেমিতে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। এবার নিজেদের ছাপিয়ে যাওয়ার লক্ষ্য ইমনদের।

ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ দল : পারভেজ হোসেন ইমন , তাওহিদ হৃদয়, ওয়াসি সিদ্দিকী, নাঈম শেখ, জাকির আলী, মাহফুজুর রহমান রাব্বি, তানজিম হাসান সাকিব, জিসান আলম, শামীম হোসেন, আকবর আলী, আলিস ইসলাম, আবু হায়দার রনি, রেজাউর রহমান রাজা, রাকিবুল হাসান ও রিপন মণ্ডল।

মন্তব্য করুন


Link copied