আর্কাইভ  মঙ্গলবার ● ৪ নভেম্বর ২০২৫ ● ২০ কার্তিক ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ৪ নভেম্বর ২০২৫
বিএনপির মনোনয়ন পেলেন যেসব নারী প্রার্থীরা

বিএনপির মনোনয়ন পেলেন যেসব নারী প্রার্থীরা

রংপুর বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন যারা

রংপুর বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন যারা

৩৯ বছর আগে হারানো আসন উদ্ধারে রংপুরে ৬টি আসনে বিএনপির প্রার্থী যারা

৩৯ বছর আগে হারানো আসন উদ্ধারে রংপুরে ৬টি আসনে বিএনপির প্রার্থী যারা

রংপুরের সেই রূপলালের মেয়ের বিয়ে: বাইরে আনন্দ, ভেতরে কষ্ট

রংপুরের সেই রূপলালের মেয়ের বিয়ে: বাইরে আনন্দ, ভেতরে কষ্ট

আগামীকাল খুঁলছে বন্ধ থাকা উত্তরা ইপিজেডের চার কারখানা

সোমবার, ৩ নভেম্বর ২০২৫, দুপুর ০৪:১৮

ফাইল ছবি

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নয়দিন বন্ধ থাকার পর কাল থেকে পূণরায় চালু হচ্ছে নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) চার কারাখানা। আগামীকাল মঙ্গলবার(৪ নভেম্বর) সকাল থেকে শ্রমিকদের কাজে যোগদানের জন্য সোমবার(৩ নভেম্বর) দুপুরে পৃথক পৃথক নোটিশ দিয়েছেন চার কারখানা যথাক্রমে- সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড, ইপিএফ প্রিন্টিং লিমিটেড, দেশবন্ধু টেক্সটাইল মিলস লিমিটেড ও মেইগো বাংলাদেশ লিমিটেড। 

নোটিশে জানানো হয়, গত ২৫ এবং ২৬ অক্টোবর ধারাবাহিকভাবে শ্রমিকগণ আইন বহিভূতভরে একত্রে কাজ বন্ধ করেন ও কাজ করতে অস্বীকৃতি জানান। এমতাবস্থায় কারখানা কর্তৃপক্ষ বাংলাদেশ ইপিজেড শ্রম আইন-২০১৯ এর ধারা ১২(১) অনুযায়ী, গত ২৬ অক্টোবর হতে কারখানার সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন।

পরবর্তীতে কারখানা খোলার বিষয়ে অধিকাংশ শ্রমিকের লিখিত আবেদনের ভিত্তিতে এবং কারখানার সুষ্ঠু উৎপাদন কার্যক্রম চালুর লক্ষ্যে কারখানা কর্তৃপক্ষ আগামী ৪ নভেম্বর (মঙ্গলবার) হতে কারখানার কার্যক্রম চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। নোটিশে আরও বলা হয়, কারখানার সব কর্মকর্তা, কর্মচারী উক্ত তারিখে নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত হয়ে শৃঙ্খলা, পেশাদারিত্ব সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রেখে কারখানার কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানানো হচ্ছে।

উত্তরা ইপিজেডের এক্সিকিউটিভে ডিরেক্টর মোহাম্মদ আব্দুল জব্বার জানান, শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধান ও অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ায় আগামীকাল মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়া চার কারখানা পুনরায় চালু হচ্ছে।

উল্লেখ যে, বেতন ভাতা বৃদ্ধি, বোনাসসহ নানা দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল উক্ত চার কারখানা শ্রমিকরা। কারখানায় প্রায় সাড়ে ছয় হাজারের মতো শ্রমিক রয়েছেন। উৎপাদনে ব্যাহত হওয়ায় গত ২৬ অক্টোবর বিকালে নোটিশের মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য চার কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরের দিন ২৭ অক্টোবর সকালে কারখানা পুনরায় চালুর দাবিতে ইপিজেডের সামনে বিক্ষোভ করে শ্রমিকরা। এদিকে শ্রমিকদের সমস্যা সমাধানে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসতে গত ২৯ অক্টোবর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদারকে প্রধান করে একটি কমিটি করে জেলা প্রশাসন। শ্রমিক ও কর্তৃপক্ষের সাথে কয়েক দফায় আলোচনা শেষে সমস্যার সমাধান হওয়ায় কারখানা পূণরায় চালুর সীধান্ত নেয়া হয়। 

মন্তব্য করুন


Link copied