আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি যুক্তরাষ্ট্রের

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, রাত ০৮:৫৪

Advertisement Advertisement

 আন্তর্জাতিক ডেস্ক:  ভারতীয় বিতর্কিত ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ প্রদান ও প্রতারণার মাধ্যমে কয়েকশো কোটি ডলারের সৌরবিদ্যুৎ প্রকল্প বাগিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের একটি আদালত

সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, গ্রেফতারি পরোয়ানার অনুলিপি যুক্তরাষ্ট্রের বিদেশি আইনপ্রয়োগকারী কর্তৃপক্ষের কাছে শিগগিরই হস্তান্তর করা হবে।

গতকাল বুধবার (২০ নভেম্বর) ঘুষ ও প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে অভিযুক্ত হয়েছেন ভারতের অন্যতম শীর্ষ ধনী এবং শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানি। অভিযোগে বলা হয়েছে, গৌতম আদানি এবং তার সহযোগীরা আদানি গ্রিন এনার্জির জন্য সৌরশক্তি প্রকল্পের কাজ পেতে ভারতের সরকারি কর্মকর্তাদের ২৬ কোটি ৫০ লাখ ডলার ঘুষ দিয়েছিলেন।

হিসেব বলছে, যে প্রকল্প বাগানোর জন্য তারা এ ঘুষ দিয়েছিলেন, সেটি থেকে পরবর্তী ২০ বছরে কমপক্ষে ২ শ’ কোটিরও বেশি ইউরো মুনাফা আসার কথা।

মার্কিন কৌঁসুলিরা বলেছেন, গৌতম আদানি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে নিজে আলোচনা করেছিলেন। অভিযোগে আরো বলা হয়েছে, কর্মকর্তাদের রাজি করানোর পর আদানি গ্রিন এনার্জি যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে বিনিয়োগের অর্থ সংগ্রহ করার চেষ্টা করে। এ জন্য তারা বন্ডও ছাড়ে। এ ক্ষেত্রে আদানি গ্রিন এনার্জি নিজেদের প্রতিষ্ঠানের দুর্নীতিবিরোধী ও ঘুষবিরোধী প্রচেষ্টার বিষয়ে মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য-উপাত্ত দিয়েছিল।

এ সম্পর্কিত এক বিবৃতিতে নিউ ইয়র্ক সিটির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ব্রিয়ন পিস বলেছেন, অভিযুক্ত ব্যক্তিরা ঘুষের বিষয়ে মিথ্যা বলেছিলেন। কারণ, তারা যুক্তরাষ্ট্র থেকে, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে মূলধন (বিনিয়োগ) সংগ্রহ করতে চেয়েছিলেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ঘুষ এবং প্রতারণার অভিযোগে গৌতম আদানি ছাড়াও তার সাত সহযোগীকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে আছেন গৌতম আদানির ভাতিজা সাগর আদানি, আদানি গ্রিন এনার্জির সাবেক সিইও ভিনেত এস জেইন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে তাৎক্ষণিকভাবে গৌতম আদানির আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে পারেনি নিউইয়র্ক টাইমস। অন্যদিকে সাগর আদানির আইনজীবী কোনো মন্তব্য করতে চাননি।

আদানি গ্রুপ থেকে ৮ হাজার ৫০০ কোটি ডলারের বেশি সম্পদের মালিক হয়েছেন গৌতম আদানি। গত শতকের নব্বইয়ের দশকে কয়লার ব্যবসার মাধ্যমে তিনি নিজের ভাগ্য গড়ে তোলেন। পরে আদানি গ্রুপ প্রতিরক্ষার সরঞ্জাম থেকে শুরু করে রাস্তা নির্মাণ এমনকি ভোজ্য তেল বিক্রিসহ ব্যবসার বিভিন্ন দিকে সম্পৃক্ত হয়েছে। বর্তমানে তাদের ব্যবসা বন্দর এবং বিমানবন্দর থেকে পুনর্নবীকরণযোগ্য জ্বালানি পর্যন্ত বিস্তৃত।

মন্তব্য করুন


Link copied