আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

আসাদের উড়োজাহাজ দুর্ঘটনার কবলে ?

রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪, দুপুর ০৪:৪৫

Advertisement Advertisement

ডেস্ক: সিরিয়ার পতিত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সন্ধান করছে বিদ্রোহীরা। বিদ্রোহী বাহিনী আসাদের সামরিক কর্মকর্তা এবং গোয়েন্দা কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করছে, যাদের তার অবস্থান সম্পর্কে জানার সম্ভাবনা রয়েছে।

ওপেন-সোর্স ফ্লাইট ট্র্যাকার থেকে জানা যাচ্ছে, দামেস্ক ছেড়ে যাওয়া শেষ উড়োজাহাজটি ছিল একটি ইলিউশিন-৭৬ প্লেন, যার ফ্লাইট নম্বর ছিল সিরিয়ান এয়ার ৯২১৮। ধারণা করা হচ্ছে, এই উড়োজাহাজটি আসাদকে বহন করছিল।

এটি বিদ্রোহীরা বিমানবন্দর নিয়ন্ত্রণে নেওয়ার ঠিক আগে উড্ডয়ন করে। এটি প্রথমে পূর্বদিকে উড়ে যায় এবং পরে উত্তর দিকে মোড় নেয়, কিন্তু হোমসের ওপর দিয়ে চক্কর কাটার সময় এর সিগন্যাল হঠাৎ হারিয়ে যায়।

সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও শেয়ার করা হচ্ছে, যেখানে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে। এটি আসাদকে বহনকারী উড়োজাহাজ বলে দাবি করা হচ্ছে। তবে এই দাবি কোনো আন্তর্জাতিক বা স্থানীয় সংবাদমাধ্যম স্বাধীনভাবে নিশ্চিত বা যাচাই করতে পারেনি।   

এর আগে বিদ্রোহীরা উত্তর সিরিয়ার বড় অংশ দখল করার পরপরই বাশার আল-আসাদের পরিবার রাশিয়ায় পালিয়ে যায়। ক্রেমলিনের একটি সূত্র ব্লুমবার্গকে এই তথ্য নিশ্চিত করে। তারা জানায়, আসাদকে রক্ষা করার কোনো পরিকল্পনা মস্কোর নেই। প্রতিবেদনে বলা হয়েছে, ভ্লাদিমির পুতিন আসাদের সৈন্যদের পিছু হটার ঘটনায় বিরক্ত।  

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, বাশার আল-আসাদের ব্রিটিশ বংশোদ্ভূত স্ত্রী আসমা আল-আসাদ, তাদের তিন সন্তানসহ গত সপ্তাহে পালিয়ে গেছেন। আসাদের দুই শ্যালকও সিরিয়া ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছেন। বাশার আল-আসাদ নিজেই সিরিয়াতে রয়েছেন কি না এখনও পরিষ্কার নয়। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) বলছে, আসাদ দেশ ছেড়েছেন।

মন্তব্য করুন


Link copied