আর্কাইভ  রবিবার ● ২৩ নভেম্বর ২০২৫ ● ৯ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৩ নভেম্বর ২০২৫
ঢাকা-থিম্পু দুই সমঝোতা স্মারক সই

ঢাকা-থিম্পু দুই সমঝোতা স্মারক সই

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীতের দাপট

পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীতের দাপট

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর প্রতিবাদ

ইন্ডিয়া টুডের প্রতিবেদন তথ্য বিকৃতি ও গুজব রটানোর জঘন্য দৃষ্টান্ত

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, দুপুর ০৪:৩২

Advertisement

নিউজ ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে হঁটিয়ে সামরিক বাহিনী ক্ষমতা নিচ্ছে, ইন্ডিয়া টুডের এমন মনগড়া মিথ্যা প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।  এসব প্রতিবেদনে পতিত আওয়ামী লীগের সমর্থকদের ভুয়া খবর ছড়িয়ে আসছে। এবার তার বিরুদ্ধে জবাব দিল বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিবাদ বার্তায়, এই প্রতিবেদনকে অবিশ্বাস্য তথ্য বিকৃতি, গুজব রটানো, পুরোপুরি মিথ্যা ও বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছে সেনাবাহিনী।

প্রতিবাদ বার্তায় বলা হয়েছে, ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে আবারও মিথ্যা ও ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।  যা বাংলাদেশ সেনাবাহিনীর নজরে এসেছে। আজ (২৫ মার্চ ২০২৫) প্রকাশিত ‘বাংলাদেশ সেনাবাহিনী প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে সম্ভাব্য অভ্যুত্থানের আশঙ্কায় জরুরি বৈঠক করেছে’ শিরোনামের প্রতিবেদনটি শুধু সাংবাদিকতার নীতিমালার চরম লঙ্ঘনই নয়, বরং এটি একটি মর্যাদাসম্পন্ন সংবাদমাধ্যমের অবিশ্বাস্য তথ্য বিকৃতি ও গুজব রটানোর একটি জঘন্য দৃষ্টান্ত।  

প্রতিবেদনটিতে কোনো নির্ভরযোগ্য সূত্র বা যাচাইযোগ্য প্রমাণ নেই, বরং এটি সম্পূর্ণভাবে ভিত্তিহীন গুজব ছড়ানোর আরেকটি প্রয়াস। ‘আসন্ন অভ্যুত্থান’ সংক্রান্ত তথ্য পুরোপুরি মিথ্যা ও বিভ্রান্তিকর, যা সাংবাদিকতার ন্যূনতম নৈতিকতাকেও উপেক্ষা করেছে।  

প্রতিবাদবার্তায় বলা হয়, এটি প্রথমবার নয়, ইন্ডিয়া টুডে ইতোপূর্বেও বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে ভ্রান্ত তথ্য ও মনগড়া প্রতিবেদন প্রকাশ করেছে। এর আগেও ১১ মার্চ ২০২৫ তারিখে সেনাবাহিনীকে নিয়ে একটি অসত্য প্রতিবেদন প্রকাশ করা হয়, যা আমরা তখনই প্রত্যাখ্যান করেছিলাম। কিন্তু দুঃখজনকভাবে, ওই প্রতিবাদ সত্ত্বেও ইন্ডিয়া টুডে তাদের ভিত্তিহীন সংবাদ প্রকাশের অভ্যাস অব্যাহত রেখেছে, যা তাদের সম্পাদনা নীতির চরম অবক্ষয়ের প্রমাণ।  

এতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী রাষ্ট্রের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও শান্তি রক্ষায় অটল রয়েছে। আমরা ইন্ডিয়া টুডেসহ সব সংবাদমাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করার আহ্বান জানাই এবং অনুরোধ করি, ভিত্তিহীন ও উসকানিমূলক খবর প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য। বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করার এ ধরনের অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মন্তব্য করুন


Link copied