আর্কাইভ  বুধবার ● ২৭ আগস্ট ২০২৫ ● ১২ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ২৭ আগস্ট ২০২৫
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, আইনমন্ত্রী আনিসুল হক এবং ডিসি ডিবি হারুনের দাপটে ভিন্ন খাতে যায় মামলার তদন্ত

মুনিয়া হত্যারহস্য ফাঁস
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, আইনমন্ত্রী আনিসুল হক এবং ডিসি ডিবি হারুনের দাপটে ভিন্ন খাতে যায় মামলার তদন্ত

ড. ইউনূসের ওপর আস্থা রাখুন

ড. ইউনূসের ওপর আস্থা রাখুন

ভোটারদের দ্বারে প্রার্থীরা, তিন স্তরের নিরাপত্তাসহ থাকবে সেনা মোতায়েন

প্রচার শুরু, হাড্ডাহাড্ডির আভাস
ভোটারদের দ্বারে প্রার্থীরা, তিন স্তরের নিরাপত্তাসহ থাকবে সেনা মোতায়েন

চীনের পথে এনসিপির ৮ নেতা

চীনের পথে এনসিপির ৮ নেতা

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির অগ্রগতির ইঙ্গিত দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট

সোমবার, ২৫ আগস্ট ২০২৫, রাত ০৮:৫৭

Advertisement Advertisement

নিউজ ডেস্ক: সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল-শারা ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য নিরাপত্তা চুক্তি নিয়ে অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন। স্থানীয় গণমাধ্যম সিরিয়া টিভির বরাতে আনাদুলু জানিয়েছে, দামেস্ক ও তেল আবিবের মধ্যে এ বিষয়ে উন্নত পর্যায়ের আলোচনা চলছে। আল-শারা জানিয়েছেন, যে কোনো সমঝোতা ১৯৭৪ সালের যুদ্ধবিরতির রেখাকে ভিত্তি করেই হবে এবং সিরিয়া ও গোটা অঞ্চলের স্বার্থে প্রয়োজনীয় চুক্তি বা সিদ্ধান্ত নিতে তিনি দ্বিধা করবেন না।

এর আগে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি প্যারিসে ইসরায়েলি এক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন। সংবাদমাধ্যম সানা জানিয়েছে, ওই আলোচনায় উত্তেজনা প্রশমিত করা, সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি দক্ষিণ সিরিয়ার সুয়েইদা প্রদেশে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ এবং ১৯৭৪ সালের চুক্তিকে পুনরায় সক্রিয় করার বিষয়েও কথা হয়।

সানা জানায়, আলোচনাগুলো যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হচ্ছে এবং এর মূল লক্ষ্য হলো সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করা, একইসঙ্গে দেশের ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা সংরক্ষণ করা।

প্রসঙ্গত, সিরিয়া ও ইসরায়েলের মধ্যে ১৯৭৩ সালের যুদ্ধের পর ডিসএনগেজমেন্ট এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছিল। ওই চুক্তির মাধ্যমে সেনা প্রত্যাহার, আলফা ও ব্রাভো নামে দুটি প্রধান সীমারেখা চিহ্নিত করা এবং জাতিসংঘের আন্ডোফ শান্তিরক্ষী বাহিনীর তত্ত্বাবধানে একটি বাফার জোন গঠন করা হয়।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের বৈরিতা ও সংঘর্ষের পর এ ধরনের আলোচনা সিরিয়া-ইসরায়েল সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে এবং মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে।

মন্তব্য করুন


Link copied