আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

ইসরায়েলের হামলায় ইরানে অন্তত ৪০৬ জন নিহত, আহত ৬৫৪

সোমবার, ১৬ জুন ২০২৫, রাত ০১:৪৬

Advertisement Advertisement

নিউজ ডেস্ক:  ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংস্থার বরাতে রোববার (১৫ জুন) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি। ইরানে নিজেদের একটি আলাদা সূত্র আছে এই মানবাধিকার সংস্থাটির। তারা তাদের এই সূত্রের তথ্য ও ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হতাহতের তথ্য ক্রসচেক করে নিহত ও আহতের এ সংখ্যা জানিয়েছে। তবে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত দুইদিনে ইসরায়েলি হামলায় ১২৮ জন নিহত হয়েছেন।

যারা নিহত হয়েছেন তাদের মধ্যে সেনা কতজন এবং বেসামরিক মানুষ কতজন এখন সেটি নিরূপণের চেষ্টা চলছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা।

 

গত শুক্রবার মধ্যরাতে ইরানে হামলা শুরু করে দখলদার ইসরায়েল। এর জবাবে শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল হামলা চালায় তেহরান। এরপর দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা চলতে থাকে।

গতকাল রাতে ইরান যেসব মিসাইল হামলা চালিয়েছে সেগুলোর বেশ কয়েকটি সরাসরি আঘাত হেনেছে। এতে ইসরায়েলে অন্তত ১০ জন নিহত ও দুইশর বেশি মানুষ আহত হয়েছেন।

সূত্র: এপি

মন্তব্য করুন


Link copied