স্টাফরিপোর্টার,নীলফামারী॥ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপসহ বিভিন্ন গণমাধ্যমে হামলার প্রতিবাদে নীলফামারীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ আগস্ট) বেলা ১২টার দিকে নীলফামারী প্রেসক্লাব মিলনায়তনে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দের ব্যানারে অনুষ্ঠিত সমাবেশে সাংবাদিক ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
এসময় নীলফামারী প্রেসক্লাবের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম সিয়ামের সভাপতিত্বে বক্তৃতা দেন নীলফামারী প্রেসক্লাবের সাবেক সভাপতি তাহমিন হক ববী, সাবেক সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান, প্রেসক্লাবের সহসভাপতি আনোয়ারুল আলম প্রধান, দৈনিক নীলফামারী বার্তার সম্পাদক শীষ রহমান, প্রথম আলোর প্রতিনিধি মীর মাহমুদুল হাসান আস্তাক, এটিএন নিউজের প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন, কালের কণ্ঠের প্রতিনিধি ভুবন রায় নিখিল, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আব্দুল বারি, নিউজ টুয়েন্টিফোরের প্রতিধিনিধ আব্দুর রশীদ, একাত্তর টেলিভিশনের প্রতিনিধি বিজয় চক্রবর্তী কাজল, ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি মাহমুদ আল হাসান রাফিন, খোলা কাগজের প্রতিনিধি মোশাররফ হোসেন, জেলা রিপোটার ইউনিটির সাধারণ সম্পাদক আল-আমিন রহমান, এশিয়ান এইজের প্রতিনিধি আজাহারুল ইসলাম রাজা, প্রথম আলো বন্ধু সভার সভাপতি রুবি আক্তার, বসুন্ধরা শুভসংঘের সহ-সম্পাদক গিরেন্দ্র নাথ রায়, সমাজকল্যাণ সম্পাদক দিপু রায় প্রমুখ। সমাবেশে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক জুয়েল রহমান, সাবেক সভাতি আলী সাদ্দামসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা অংশগ্রহন করেন।
বক্তারা ইস্ট ওয়েস্ট মিডিয়াসহ বিভিন্ন গণমাধ্যম ও সাংবাদিকের ওপর হামলা ঘটনার নিন্দা জানিয়ে বলেন,‘বৈষম্যহীন রাষ্ট্র গঠনে এমন হামলা নতুন কোন ষড়যন্ত্রের অংশ কিনা সেটি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নিতে হবে সরকারকে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার ভিডিও এবং ছবি এরই মধ্যে গণমাধ্যমসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে। তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছে সাংবাদিক সমাজ’।