আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

ওবায়দুল কাদেরকে কেন গ্রেপ্তার করা হয়নি, ব্যাখ্যা চাইলেন আদালত

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪, দুপুর ০৪:৪৭

Advertisement Advertisement

নিউজ ডেস্ক ; আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন,আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরকে কেন গ্রেপ্তার করা হয়নি, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ই ডিসেম্বর) তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, ওবায়দুল কাদের তিন মাস দেশে ছিলেন। কেন তাঁকে গ্রেপ্তার করা হয়নি সে বিষয়ে ব্যাখ্যা চেয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। 

আদালতের নির্দেশ পাওয়ার পরও সহযোগিতা না করলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, ওবায়দুল কাদের কীভাবে দেশ ছাড়লেন, তা জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের পদক্ষেপের বিষয়েও জানতে চেয়েছেন ট্রাইব্যুনাল।

তদন্ত কমিশনের রিপোর্ট ট্রাইব্যুনাল আমলে নিয়েছেন বলেও জানান তাজুল ইসলাম। তিনি বলেন, আদালত তদন্ত শেষ করতে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছেন। 

মন্তব্য করুন


Link copied