আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

কমাল বিসিএসের ভাইভার নম্বর

বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪, বিকাল ০৭:২৫

Advertisement Advertisement

নিউজ ডেস্ক;  বাংলাদেশে সিভিল সার্ভিসে নিয়োগে বিসিএস পরীক্ষায় মৌখিক নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে।

আজ বুধবার প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, বিসিএসে ভাইভার (মৌখিক পরীক্ষা) নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। পুরো পরীক্ষা আগে ১১০০ নম্বরে দিতে হতো। এখন এক হাজার মোট নম্বর, ভাইভাতে নম্বর ১০০।

এর আগে, মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করার জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়।

সংশ্লিষ্টরা জানান, পিএসসি মনে করছে যে ২০০ নম্বরের মৌখিক পরীক্ষার কারণে অনেকে অনিয়মের ফাঁক-ফোকর খোঁজে। লিখিত পরীক্ষায় কম নম্বর পেয়েও অনেকে মৌখিকে বেশি পেয়ে যায়। এখানে বিশেষ সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে। 

সেই অনৈতিক সুবিধার সুযোগটি বন্ধ করার দাবি থেকেই মৌখিক নম্বর কমানোর প্রস্তাব দিয়েছে পিএসসি।

মন্তব্য করুন


Link copied