নিউজ ডেস্ক: দীর্ঘ এক বছর প্রতীক্ষার পর কুড়িগ্রামে উৎসবমুখর পরিবেশে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে পাঁচদিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) ৯টি উপজেলায় ৫৩৭ টি পূজা মণ্ডপে মহাষষ্ঠীতে ষষ্ঠীপূজার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়।
পূজা মণ্ডপ ছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবকে ঘিরে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রতিটি পরিবারের সদস্যদের মধ্যে আনন্দ ও ব্যস্ততা লক্ষ্য করা গেছে।
শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে পালন নিশ্চিত করতে জেলা পুলিশ-প্রশাসন ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে। এবারের পূজায় পুলিশ সদস্য ৫৫০ জন ও
আনছার সদস্য ৩ হাজার ৩৭২ জন দায়িত্ব পালন করবেন। এছাড়াও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করবেন।
উলিপুর শ্রী শ্রী গোবিন্দ জীউ মন্দিরে আসা শ্রী লতা রানী বলেন, পূজা দেখতে এসে খুব ভালো লাগছে। বাঙালির হৃদয়ে শরৎকালের দুর্গার অধিষ্ঠান কন্যারূপে। প্রতি বছর বিভিন্ন বাহনে সপরিবারে শ্বশুরবাড়ি কৈলাস থেকে কন্যারূপে দেবী মর্ত্যলোকে আসেন বাপের বাড়ি বেড়াতে।
চিলমারী উপজেলার রমপাগলির তল কেন্দ্রীয় মন্দিরের পুরহিত বৌদ্ধ দেব বলেন, এ বছরের দুর্গাপূজার নির্ঘণ্ট অনুযায়ী রোববার (২৮ সেপ্টেম্বর) মহাষষ্ঠী তিথিতে সকাল ৯টা ৫৮ মিনিটের মধ্যে দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা শুরু হয়েছে। দুর্গোৎসবের দ্বিতীয় দিন সোমবার মহাসপ্তমী, এরপর মঙ্গলবার মহাষ্টমী ও কুমারী পূজা, এবং বুধবার মহানবমী শেষে বৃহস্পতিবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচদিনব্যাপী শারদীয় দুর্গোৎসব সমাপ্ত হবে।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, ফুলবাড়ি উপজেলায় প্রতিটি মণ্ডপে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। প্রতিটি পূজা মণ্ডপে মনিটরিং চালানো হচ্ছে।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের জেলা সদস্য সচিব স্বপন কুমার সাহা বলেন, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের উপজেলা পূজা উদযাপন পরিষদ, পূজা ফ্রন্ট, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টসহ পূজা মণ্ডপ কমিটির সদস্যরা তৎপর রয়েছেন। আশা করছি শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হবে।
পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বলেন, এবারে কুড়িগ্রামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে ।