আর্কাইভ  বুধবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৫ ● ৯ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৫
রংপুরে ক্লাসে ঢুকে ‘অকৃতকার্য’ অর্ধশত শিক্ষার্থীকে পেটালেন বাগছাস নেতা

শিক্ষার্থী হয়ে গেলেন স্কুল সভাপতি
রংপুরে ক্লাসে ঢুকে ‘অকৃতকার্য’ অর্ধশত শিক্ষার্থীকে পেটালেন বাগছাস নেতা

জীবিকার সন্ধানে দেশ ছেড়েছেন অভিনেতা বাপ্পী?

জীবিকার সন্ধানে দেশ ছেড়েছেন অভিনেতা বাপ্পী?

কুরিয়ারে কয়েলের বক্সে আসা ২০ হাজার পিচ ইয়াবা ধরলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস

কুরিয়ারে কয়েলের বক্সে আসা ২০ হাজার পিচ ইয়াবা ধরলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস

উত্তরসূরীর নাম ঠিক করে নিজের কবর নিজেই খুঁড়ছে “রনি”

দা প্রিন্টের বিশ্লেষণী প্রতিবেদন
উত্তরসূরীর নাম ঠিক করে নিজের কবর নিজেই খুঁড়ছে “রনি”

জীবিকার সন্ধানে দেশ ছেড়েছেন অভিনেতা বাপ্পী?

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, রাত ১০:৫৬

Advertisement

নিউজ ডেস্ক: ঢালিউড অভিনেতা বাপ্পী চৌধুরী বেশ কয়েক বছর ধরে সিনেমা থেকে দূরে। তার হাতে কোনো কাজ নেই। এ নিয়ে তিনি বেশ হতাশার মধ্যে ছিলেন। কোনো অনুষ্ঠানেও তাকে দেখা যেত না। এমনকি সামাজিক মাধ্যমেও তিনি নিয়মিত ছিলেন না। কিন্তু হঠাৎ করেই গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) দেশ ছাড়লেন তিনি। জীবিকার সন্ধানেই দেশ ছেড়েছেন বাপ্পী বলে জানা গেছে।  

একটি সূত্র জানায়, যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন এ অভিনেতা। সোমবার সামাজিক মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেন তিনি। বাপ্পী চৌধুরী আর দেশে ফিরবেন না বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রে নতুন কোনো পেশায় জড়াবেন তিনি। 

এদিকে কয়েক বছর ধরে থমকে আছে বাপ্পী চৌধুরীর বেশ কয়েকটি সিনেমার কাজ। সেই সিনেমাগুলো আদৌ কোনোদিন আলোর মুখ দেখবে কিনা, সে সম্পর্কে নির্মাতা ও প্রযোজক কেউ কিছু বলতে পারছেন না।

এর মধ্যে রয়েছে আশরাফ শিশিরের পরিচালনায় ‘৫৭০’ ও সাফিউদ্দিন সাফির ‘সিক্রেট এজেন্ট’ সিনেমা দুটো। সিনেমাগুলোর কাজ বেশ আগে শেষ হলেও আজ পর্যন্ত সেসবের কোনো খবর নেই।

উল্লেখ্য, বাপ্পী চৌধুরীকে সবশেষ দেখা গিয়েছিল ‘শত্রু’ সিনেমায়। এরপর থেকেই তিনি উধাও। ‘সুলতানা বিবিয়ানা’ সিনেমার পর যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে, একটিও ব্যবসাসফল করতে পারেনি। এ কারণে অনেক প্রযোজক-পরিচালক তাকে নিয়ে কাজ করতে আগ্রহী ছিলেন না।

মন্তব্য করুন


Link copied