আর্কাইভ  বৃহস্পতিবার ● ২০ নভেম্বর ২০২৫ ● ৬ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২০ নভেম্বর ২০২৫

টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে বৃন্দাবনে কোহলি

মঙ্গলবার, ১৩ মে ২০২৫, রাত ০৯:৪৯

Advertisement

নিউজ ডেস্ক:  টেস্ট ক্রিকেট থেকে অবসরের একদিন পরই পরিবারের সঙ্গে বৃন্দাবনে গেলেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। মঙ্গলবার (১৩ মে) স্ত্রী আনুশকা শর্মা ও দুই সন্তানকে সঙ্গে নিয়ে তিনি যান প্রেমানন্দ গোবিন্দ শরণ মহারাজের আশ্রমে। খবরটি নিশ্চিত করেছে সংবাদ সংস্থা এএনআই।

সাদা পোশাকে মুখে মাস্ক পরে দেখা যায় কোহলিকে। আনুশকাও ছিলেন একইভাবে মাস্কে মুখ ঢাকা। সাদা গাড়িতে করে বৃন্দাবনের রাস্তায় তাদের চলাচলের দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়। পরে তাদের দেখা যায় আশ্রমে প্রবেশ করতে। সেখানে তারা ধর্মগুরু প্রেমানন্দ মহারাজের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করেন এবং উপদেশ শোনেন। এ সময় অনুষ্কার চোখে জল দেখা যায় বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

সোমবারই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন কোহলি। দীর্ঘ ১৪ বছরের ক্যারিয়ারে ১২৩টি টেস্ট খেলে ৯২৩০ রান করেছেন তিনি। অর্জন করেছেন ৩০টি শতরান। ভারতের ইতিহাসে অন্যতম সফল ব্যাটার হিসেবে বিবেচিত কোহলি টেস্ট ছাড়লেও এখনও ওয়ানডে ও আইপিএল খেলবেন। এর আগেই তিনি টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।

বছরের শুরুতেও বৃন্দাবন সফরে গিয়েছিলেন কোহলি ও তাঁর পরিবার। এবার টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পর আবারও আশ্রয় নিলেন আধ্যাত্মিক শান্তির খোঁজে।

আগামী ১৭ মে থেকে শুরু হতে যাওয়া আইপিএলে র‍য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মাঠে ফিরবেন কোহলি। মাঠের লড়াইয়ের আগে কিছুটা সময় পরিবার ও আত্মিক প্রশান্তির সঙ্গে কাটাচ্ছেন এই ক্রিকেট আইকন।

মন্তব্য করুন


Link copied