নিউজ ডেস্ক: উপকূলে গতকাল বুধবার গভীর রাত থেকে বৃষ্টি হচ্ছে। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করা গভীর নিম্নচাপটি উত্তর উত্তর-পশ্চিম দিক থেকে ডান দিকে বাঁক নিয়ে সোজা অগ্রসর হচ্ছে। এর প্রভাবে উপকূলে গভীর রাত থেকে ভারি বৃষ্টিপাত শুরু হয়। বরিশাল আবহাওয়া অফিস উপকূলীয় অঞ্চলে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে।
বরিশাল আবহাওয়া অফিসের উচ্চমান সহকারি মো. মাসুদ রানা রুবেল বলেন, 'ঘূর্নিঝড়ের প্রভাবে উপকূলীয় অঞ্চলে কোথাও হালকা বৃষ্টি, কোথাও ভারি বৃষ্টি আবার কোথাও অতিভারি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাত আগামী ৪-৫ দিন থাকার সম্ভাবনা রয়েছে। আকাশ ঘনকালো মেঘে ঢেকে রয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মাঝারি ধরণের বৃষ্টি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভারি বৃষ্টিপাত হচ্ছে।
বৃষ্টির সঙ্গে রয়েছে দমকা বাতাস।
বিষখালী নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি এক ফুট বেড়েছে। এছাড়া বিষখালী নদী উত্তাল রয়েছে। বিষখালী নদী পাড়ের বাসিন্দা বেতাগী সদর ইউনিয়নের ঝোপখালী গ্রামের নাসির উদ্দিন বলেন, 'ঘূর্ণিঝড় এলেই নদীপাড়ের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করে।
এই এলাকার মানুষের মধ্যে দিনের চেয়ে রাতে আতঙ্ক বেশি ছড়িয়ে পড়ে।'
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, ‘বৃহস্পতিবার ভোর রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে ভারী বৃষ্টি হচ্ছে। একইসঙ্গে বইছে দমকা হাওয়া। সকাল থেকে উপকূলের সব নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে।
প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক দল প্রস্তুত রয়েছে। এখনও পর্যন্ত সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’